কলকাতা, 29 মে : জামিনের কাগজ হাতে পেয়েই শুক্রবার প্রায় মধ্যরাতেই শহরে জমা জল পরিদর্শনে বের হন ফিরহাদ হাকিম ৷ সঙ্গে ছিলেন স্ত্রী এবং কলকাতা পৌরনিগমের আধিকারিকরা ৷
শুক্রবার দুপুরে শর্তসাপেক্ষে জামিন দিয়েছে কলকাতা হাইকোর্ট । জামিনের সেই কাগজ পৌঁছতে পৌঁছতে রাত হয়ে যায় ৷ কলকাতা হাইকোর্টের নির্দেশে গৃহবন্দি দশা থেকে মুক্তি পান কলকাতা পৌরনিগমের প্রশাসক মণ্ডলীর প্রধান ও রাজ্যের দু'টি গুরুত্বপূর্ণ দফতরের মন্ত্রী ফিরহাদ হাকিম । হাইকোর্টে জামিনের কাগজ হাতে পাওয়ার পর শুক্রবার রাত সাড়ে এগারোটাতেই স্ত্রীকে নিয়ে কলকাতা পরিদর্শনে বের হন ফিরহাদ ।