পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

টাউন হল পরিদর্শনে ফিরহাদ, সংষ্কারে বিশেষজ্ঞ কমিটি গঠন - firhad hakim visited town hall

চাঙড় ভেঙে পড়ার ঘটনায় টাউন হল পরিদর্শন করলেন কলকাতা পৌরনিগমের মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম ৷ আজ ঐতিহ্যবাহী এই টাউন হলের সংষ্কারের জন্য এক বিশেষজ্ঞ কমিটি গঠন করেছেন তিনি ৷ আগামী তিন মাসে টাউন হলের সংষ্করণের কাজ শেষ হবে বলে জানিয়েছেন ফিরহাদ হাকিম ৷

টাউন হল পরিদর্শনে ফিরহাদ, সংষ্করণের বিশেষজ্ঞ কমিটি গঠন
টাউন হল পরিদর্শনে ফিরহাদ, সংষ্করণের বিশেষজ্ঞ কমিটি গঠন

By

Published : Jun 18, 2021, 8:34 PM IST

কলকাতা, 18 জুন : কলকাতার ঐতিহাসিক স্থান টাউন হলে সংষ্করণের কাজ শুরু হয়েছে ৷ সম্প্রতি কাজ চলার মধ্যেই হঠাৎ চাঙর খসে পড়ে ৷ সংষ্কারের পরেই এই বিপত্তিতে দুশ্চিন্তায় পৌর আধিকারিকরা ৷ তাই আজ টাউন হল পরিদর্শন করেন কলকাতা পৌরনিগমের মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম ৷ পরিদর্শনের পর টাউন হল সোসাইটির আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন তিনি ৷

2017 সালে সংষ্কারের কাজ শুরুর জন্য বন্ধ হয়ে যায় টাউন হল ৷ আইআইটি রুড়কি এবং রাজ্যের পূর্ত দফতর যৌথভাবে সংষ্কারের কাজ শুরু করে ৷ এ পর্যন্ত 25 কোটি টাকা খরচ হয়েছে ৷ টাউন হলের ছাদের উপর অ্যাসফল্ট বসানো হয়েছে ৷ কিন্তু এর মাঝখানে ফাঁক থাকায় বৃষ্টির জল ভেতরে এসে পড়েছে ৷

টাউন হল পরিদর্শনে ফিরহাদ, দেখুন ভিডিয়ো...

আরও পড়ুন : শোভন-বৈশাখী, নুসরতদের নিয়ে কি বেশি ভাবছে আমবাঙালি ?

বৈঠক শেষে ফিরহাদ হাকিম বলেন, "টাউন হলে সংষ্কারের কাজ চলছে ৷ তবে বেশ কিছু জায়গায় খামতি রয়েছে ৷ যার ফলে টাউন হলের ভিতরে ও বাইরে বিভিন্ন জায়গা থেকে চাঙর খসে পড়েছে ৷ তার জন্য সঠিকভাবে মেরামতির নির্দেশ দেওয়া হয়েছে পূর্ত দফতরের আধিকারিকদের ৷"

আগামী তিন মাসের মধ্যে ভেতরে ও বাইরের সমস্ত সংষ্করণের কাজ সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন তিনি ৷ টাউন হল সংষ্করণের জন্য আজ ফিরহাদ হাকিম একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করার কথা জানান ৷ এই কমিটি আগামী তিন মাসের মধ্যে টাউন হলের যাবতীয় সংষ্করণের কাজ শেষ করে পৌর নিগমের হাতে তা তুলে দেবে ৷

এদিন ফিরহাদ হাকিম সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, "টাউন হলের কাজ সম্পন্ন হলে রাজ্য সরকারের বিভিন্ন অনুষ্ঠান এখানেই আয়োজন করা হবে ৷ জনসাধারণের জন্য মিউজিয়াম খুলে দেওয়া হবে ৷ তবে বেসরকারি কোনও সংস্থাকে টাউন হল ব্যবহার করতে দেওয়া হবে কিনা তা এখনই কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি ৷ আগামী দিনে তা ভেবে দেখা হবে ৷"

ABOUT THE AUTHOR

...view details