কলকাতা, 9 মে: রবীন্দ্রজয়ন্তীর পুণ্যতিথিতে জোড়াসাঁকোতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । অমিত শাহের এই ‘রবীন্দ্র-প্রেম’ নিয়েই কটাক্ষ করলেন রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম । তিনি বললেন, ‘‘অমিত শাহকে স্বাগত ৷ তবে শুধু নির্বাচনে ব্যবহারের জন্য এলে হবে না ৷ রবীন্দ্র আদর্শকে জীবনে ব্যবহার করতে হবে ।’’
প্রত্যেক বছরই রবীন্দ্রজয়ন্তীর পুণ্যতিথিতে টাউন হলে গিয়ে বিশ্বকবিকে শ্রদ্ধা জানিয়ে আসেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম । এবারও তার ব্যতিক্রম হয়নি । পাশাপাশি তিনি জোড়াসাঁকোতেও গিয়েছিলেন রবি ঠাকুরকে শ্রদ্ধা জানাতে ৷ দুই জায়গাতেই তিনি অমিত শাহের উদ্দেশ্যে কটাক্ষ ছুঁড়ে দিয়েছেন ।
ফিরহাদ হাকিম বলেন, ‘‘অমিত শাহ আসছেন ভালো কথা । তবে রবীন্দ্রনাথকে শুধু প্রণাম করলে হবে না । নির্বাচনের জন্য তাঁকে ব্যবহার করলে হবে না । রবীন্দ্র আদর্শকে জীবনে আনতে হবে ।’’ ফিরহাদ হাকিমের মতে, রবীন্দ্র আদর্শ অর্থাৎ সহিষ্ণুতা বোধ । রবীন্দ্র আদর্শ অর্থাৎ সবাইকে সমান চোখে দেখা । রবীন্দ্র আদর্শ অর্থাৎ হিংসা নয়, শান্তি । সবাইকে নিয়ে একসঙ্গে চলা । সব জাতি সব ধর্মের মানুষকে সমান করে দেখা ।