পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

'মমতাই শেষ কথা', প্রবীণ-নবীন দ্বন্দ্ব নিয়ে সাফ বার্তা মন্ত্রী ফিরহাদের

Firhad Hakim: প্রবীণ-নবীন দ্বন্দ্ব নিয়ে মুখ খুললেন মন্ত্রী ফিরহাদ হাকিম ৷ জানিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বেই দল চলবে ৷ দলে কোনও রকম দ্বন্দ্ব নেই বলেও সাফ বার্তা মন্ত্রীর ৷

Etv Bharat
প্রবীণ-নবীন দ্বন্দ্ব নিয়ে সাফ বার্তা ফিরহাদের

By ETV Bharat Bangla Team

Published : Jan 2, 2024, 8:00 PM IST

প্রবীণ-নবীন দ্বন্দ্ব নিয়ে ফের মুখ খুললেন ফিরহাদ

কলকাতা, 2 জানুয়ারি: নবীন বনাম প্রবীণ কার হাতে থাকবে দলের রাশ, প্রতিষ্ঠা দিবসেই প্রকাশ্যে চলে এসেছে দ্বন্দ্ব। যা নিয়ে উত্তাল রাজ্য রাজনীতি ৷ সেই প্রসঙ্গেই মঙ্গলবার ফিরহাদ হাকিমের স্পষ্ট বার্তা "মমতা বন্দ্যোপাধ্যায়ই শেষ কথা দলের"।

এদিন ফিরহাদ বলেন, "লোকসভা নিয়ে কোনও সমস্যা নেই । একটা বড় দল থাকলে একটু সমস্যা হবে। নিজেদের মধ্যে সমস্যা হোক নিজেরা মেটাব। উনি (সুব্রত বক্সী) পার্টির সভাপতি। এই কাজটা করবেন। আমার অন্যায় থাকলে আমাকে ডেকে বলবেন এটা স্বাভাবিক। দলের সভাপতির এটা তো কাজ ৷ দলে কোনও সমস্যা হলে তাঁর কাজই তো ডেকে বোঝানো৷ সকলের সঙ্গে কথা বলে সমস্যার সমাধান করা ৷ দলকে সংঘবদ্ধ রাখা। সবাই মিলে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এক হয়ে কাজ করি। এর মধ্যে কোনও দ্বন্দ্ব খুঁজবেন না।" এরপরেই কুণাল ঘোষের বক্তব্য প্রসঙ্গে ফিরহাদ জানান, কোনও দিকেই দ্বন্দ্ব যাচ্ছে না ৷ দলে মমতা বন্দ্যোপাধ্যায়ই শেষ কথা।

উল্লেখ্য, গতকাল কুণাল ঘোষ সুব্রত বক্সীকে উদ্দেশ্য করে বলেছিলেন, তাঁর প্রতি শ্রদ্ধা আছে। তিনি বিশ্বস্ত, অনুগত সৈনিক। তবে অভিষেক পিছিয়ে যাবেন না আশা করি- এই বাক্য গঠনে সমস্যা আছে। লোকসভা ভোট সামনেই। তার আগে সম্প্রতি নিজেকে দলীয় কর্মকাণ্ড থেকে অনেকটাই সরিয়ে রেখেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাশাপশি ময়দানে ক্রমশ সক্রিয় হয়েছে প্রবীণ নেতৃত্ব। এর মধ্যেই দলে সাংগঠনিক রাশ কর হাত থাকবে সেই নিয়েই প্রকাশ্যে নেতৃত্ববৃন্দের চরম দ্বন্দ্ব। লোকসভার আগে জেলায় জেলায় ঝামেলা মেটাতে ময়দানে নেমেছেন রাজ্য সভাপতি সুব্রত বক্সি। তাঁকে সমর্থন করেই নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরেই আস্থা রাখার স্পষ্ট বার্তা দিলেন ফিরহাদ হাকিম ৷

ABOUT THE AUTHOR

...view details