কলকাতা, 13 অক্টোবর: সিঙ্গল ইউজড প্লাস্টিক নিষিদ্ধ হয়েছে বহুদিন । তবে কলকাতা জুড়ে রমরমিয়ে এর ব্যবহার চলছে । এমতাবস্থায় এই নিষিদ্ধ প্লাস্টিকের রমরমা ব্যবহার ঠেকাতে শুক্রবার এক নাগরিক অভিযোগ জানালেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিমকে । এই অভিযোগের প্রেক্ষিতে এদিন মেয়র বলেন,"সিঙ্গল ইউজড প্লাস্টিক ঠেকাতে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ বেশ কিছু পদক্ষেপ নিলেও বাকিদের সহযোগিতা পাচ্ছি না ।"
এদিন কালিকাপুর থেকে এক নাগরিক 'টক টু মেয়র' অনুষ্ঠানে ফোন করে বলেন, একবার ব্যবহার যোগ্য প্লাস্টিক পরিবেশের ক্ষতি করে । অনেক দিন আগেই তা নিষিদ্ধ করা হয়েছে । কিন্তু এখানে এই প্লাস্টিক এখনও রমরমিয়ে চলছে । এটা জলে মেশে না পচে না। তবে রাসায়নিক ভাবে নানা ক্ষতিকর বস্তু ছড়ায় যা থেকে মানব দেহে বিভিন্ন রোগ হয় । তাই বিষয়টি দেখে ব্যবস্থা নেওয়ার দাবি করেন তিনি । পরিবেশ নিয়ে সচেতন নাগরিকের এই দাবি প্রসঙ্গে কলকাতার মেয়র ফিরহাদ হাকিম বলেন, "যে সমস্ত কারখানা এই সিঙ্গল ইউজড প্লাস্টিক তৈরি করত পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের তরফে অভিযান চালিয়ে তেমন অনেকগুলি কারখানা বন্ধ করা হয়েছে । কিন্তু বাগরি মার্কেট, বড়বাজারের বিভিন্ন দোকানে এই জিনিস বাইরে থেকে আসছে । কিছু জায়গায় থেকে, বিশেষ করে নেপাল থাকে প্লাস্টিক আসছে । ফলে বাইরে থেকে ট্রাকে করে বেআইনি প্লাস্টিক ঢুকছে । এগুলো আটকাতে কারও সহযোগিতা পাচ্ছি না।"