কলকাতা, 21 মার্চ: প্রাক প্রাথমিক থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত সরকারি ও সরকার পোষিত স্কুলের পড়ুয়াদের পোশাক হবে নীল-সাদা (blue and white school uniform in Govt Schools) । সর্বশিক্ষা মিশনের অন্তর্গত স্কুলের পোশাকেও থাকবে নীল-সাদার ছোঁয়া । জামার বুক পকেটের উপর থাকবে বিশ্ব বাংলার লোগো (Biswa Bangla logo) । রাজ্যে সরকারের এহেন সিদ্ধান্ত নিয়ে ইতিমধ্যেই বতর্ক শুরু হয়েছে শিক্ষা মহলে ৷ জনস্বার্থ মামলাও দায়ের হয়েছে ৷
স্কুল ইউনিফর্ম বিতর্কে এবার মুখ খুললেন কলকাতার মেয়র তথা রাজ্যের পরিবহণ মন্ত্রী ফিরহাদ হাকিম ৷ সোমবার তিনি বলেন, "এই সরকার তৃণমূলীকরণ করে না । সরকারি স্কুলগুলিতে সরকারি নিয়ম কানুন চালু করে । আমরা কখনওই পার্টির লোগো বসাতে বলিনি । বিশ্ব বাংলার লোগো বসাতে বলা হয়েছে । এতে আমাদের অনেকটাই সুবিধে হবে । কারণ এর ফলে খুব সহজেই সরকারি স্কুলের পড়ুয়াদের চিহ্নিত করা যাবে । আমাদের অফিসাররাও বিশ্ব বাংলার লোগো পরেন । তাহলে কি তাঁরা তৃণমূল করেন ? যারা বাংলা নিয়ে গর্ব করে না তারা বাংলা রাজ্যের স্বপ্ন কি করে দেখবে ?"