কলকাতা, 29 এপ্রিল:শিক্ষক নিয়োগ দুর্নীতির পাশাপাশি রাজ্যে পৌর নিয়োগে দুর্নীতি নিয়ে ইতিমধ্যেই আলোড়ন তৈরি হয়েছে । এরমধ্যে গ্রুপ-ডি নিয়োগ পদ্ধতি সম্পর্কে নিয়ম স্পষ্ট করলেন মেয়র ফিরহাদ হাকিম । গ্রুপ-ডি নিয়োগের ক্ষেত্রে পরীক্ষার প্রয়োজন হয় না, যোগ্যতার ভিত্তিতেই নিয়োগ হয়ে থাকে । এমনটাই জানিয়েছেন তিনি ৷ পাশাপাশি, পৌর নিয়োগ দুর্নীতিতে সুপ্রিম কোর্ট ইডি, সিবিআই তদন্তের উপর ক’দিনের জন্য স্থগিতাদেশ জারি করলেও পৌর ও নগরোন্নয়ন দফতর বিভাগীয় তদন্ত জারি রাখবে বলেই জানিয়েছেন মন্ত্রী ফিরহাদ হাকিম ।
শনিবার সুপ্রিম কোর্টের রায় সম্পর্কে মেয়র ফিরহাদ হাকিম বলেন,"সমস্ত বিষয় খোঁজ নিয়ে দফতরের সচিবকে রিপোর্ট দিতে বলেছি ।" তাঁর কথায়, "একটা বেসরকারি সংস্থাকে দায়িত্ব দেওয়া হয় গ্রুপ-ডি নিয়োগের জন্য । কিন্তু গ্রুপ ডি নিয়োগে ওই সংস্থা কেন ? তাদের দক্ষতা পরীক্ষা করার দরকার রয়েছে । তদন্ত করতে দিয়েছি । তার রিপোর্ট এখনও পাইনি । শুনলাম হাইকোর্ট সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে । আবার সুপ্রিম কোর্ট সেই নির্দেশে স্থগিতাদেশ দিয়েছে । তবে আমাদের বিভাগীয় তদন্ত চলবে । আমি তো এখনও বুঝতে পারছি না, এই নিয়োগে বেসরকারি সংস্থাকে কেন যুক্ত করা হল । আশা করছি, ডিএলবির তদন্তে সেই সত্যটা উঠে আসবে ।"