কলকাতা, 24 জুলাই: রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়(Partha Chatterjee)গ্রেফতার হওয়ার পর পথে নামেনি তৃণমূল । সতর্কিত পদক্ষেপ নিয়েছে । তৃণমূল নেতৃত্ব সাংবাদিক সম্মেলন করে বলেছেন আইন, বিচার ব্যবস্থার উপর ভরসা আছে । ঠিক 24 ঘন্টা পরে রবিবার অবশ্য কিছুটা ভিন্ন সুর শোনা গেল তৃণমূল নেতা তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমের গলায় । তাঁর কথায়, বিজেপি কেন্দ্রীয় সংস্থাকে ব্যবহার করছে । আর তার জেরে দেশের জনগণের কাছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলির মান্যতা কমে যাচ্ছে । তবে কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করলেও কয়েকটি ক্ষেত্রে কিছুটা কিছুটা সাবধানী অবস্থান নিয়েছেন ফিরহাদ ৷
এক অনুষ্ঠানে শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ফিরহাদ হাকিম(Firhad Hakim)বলেন, "বিজেপি আসার পরে কেন্দ্রীয় সংস্থাগুলিকে ব্যবহার করার ঘটনা বেড়ে গিয়েছে । এই সমস্যায় আমরাও ভুক্তভোগী । তবে এখনও আমি বিশ্বাস করি যে দেশের পক্ষে ভয়াবহ এমন সমস্ত ঘটনার তদন্ত করতে সিবিআই, ইডি, এনআইএ-র মতো কেন্দ্রীয় সংস্থাগুলিতে কর্মরতরাই সবথেকে বেশি যোগ্য।"