পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

মমতার কোনও বিকল্প হবে না, নবীন-প্রবীণ দ্বন্দ্ব উসকে দিলেন ফিরহাদ - Mamata Banerjee

Firhad Hakim praises Mamata: তৃণমূল কংগ্রেসে নবীন বনাম প্রবীণ দ্বন্দ্ব উসকে দিয়ে ফিরহাদ হাকিম বললেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প কেউ হবে না ৷

ETV BHARAT
ETV BHARAT

By ETV Bharat Bangla Team

Published : Dec 31, 2023, 5:46 PM IST

কলকাতা, 31 ডিসেম্বর: তৃণমূল কংগ্রেসের নবীন-প্রবীণ বিবাদকে আরও উসকে দিলেন দলের অন্যতম শীর্ষ নেতা তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম । এ দিন তিনি কোনও রাখঢাক না করেই বললেন, দলে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প কেউ হতে পারবেন না ৷ এখানেই না থেমে তিনি আরও বলেন যে, যতদিন তৃণমূল নেত্রী বেঁচে থাকবেন, ততদিন কেউ তাঁর বিকল্প হতে পারবেন না ৷

ঠিক কী বলেছেন ফিরহাদ হাকিম ?

ফিরহাদ আজ বলেন, "বাংলায় মানুষ বামফ্রন্টের বিকল্প রাজনীতিক হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়কেই পছন্দ করেন । জীবিত থাকাকালীন তাঁর বিকল্প কেউ নন । মানুষের মাঝখানে থেকে মানুষের কাজ করে মানুষের নেতা হওয়া যায় । আন্দোলন করে নেতা হওয়া যায় । যেটা মমতা বন্দ্যোপাধ্যায় হয়েছেন । যতদিন তিনি বেঁচে থাকবেন, ভগবান শতায়ু দিন, ততদিন তিনিই থাকবেন । বিকল্প কোনও রাজনীতির জায়গা নেই ।"

রাজ্যের শাসকদলের মধ্যে নবীন বনাম প্রবীণ দ্বন্দ্ব নিয়ে এখন জোর চর্চা চলছে রাজনৈতিক মহলে ৷ এই নিয়ে প্রকাশ্যে সরাসরি কেউ মুখ না খুললেও, ছোট-বড় নেতারা ঠারেঠোরে নিজেদের বক্তব্যে দলের দুই ভরকেন্দ্রের দুই দিকে দাঁড় করিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ৷

রাজনৈতিক মহলের ধারণা, এই ঠান্ডা লড়াইকে দিনকয়েক আগেই আরও কিছুটা প্রকাশ্যে এনে দিয়েছেন দলের মুখপাত্র কুণাল ঘোষ ৷ একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে অভিষেকের পক্ষে দাঁড়িয়ে দলের বেশ কয়েকটি সিদ্ধান্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করতে দেখা যায় কুণাল ঘোষকে ৷ বিশেষ করে তাঁর একটি মন্তব্য আলোড়ন সৃষ্টি করে বাংলার রাজনীতিতে ৷ সে দিন কুণাল বলেছিলেন, "সিপিএমের মতো হয়ে গেলে চলবে না । দেহত্যাগ না করা পর্যন্ত পদত্যাগ করব না, এমন মানসিকতা কখনওই ঠিক নয় । দলের নিজেদের ভূমিকা বদলের ব্যাপারে কখন কোথায় থামতে হবে, সে বিষয়ে প্রবীণদেরই সিদ্ধান্ত নিতে হবে ।" তাঁর এই মন্তব্য স্বয়ং তৃণমূল নেত্রীর উদ্দেশে কি না, তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন বিরোধীরা ৷

রাজনৈতিক বিশ্লেষকদের কথায়, এ দিন মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ফিরহাদ হাকিম অভিষেককে সাফ বার্তা পাঠালেন । মন্ত্রী তাঁর মন্তব্যে যেন এটাই স্পষ্ট করতে চাইলেন যে, মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন বেঁচে আছেন, ততদিন তিনিই দলে শেষ কথা ৷ সেখানে কোনও বিকল্প রাজনীতির জায়গা নেই ৷

আরও পড়ুন:

নষ্ট হচ্ছে ভাবমূর্তি, নিজেকে গুটিয়ে নিচ্ছেন 'অভিমানী' অভিষেক!

সফরসূচিতে রদবদল, এই প্রথম মেলা চলাকালীন গঙ্গাসাগরে মুখ্যমন্ত্রী মমতা

শূন্যের গেরো কাটাতে লোকসভা নির্বাচনে নতুন মুখ খুঁজছে সিপিএম

ABOUT THE AUTHOR

...view details