পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Firhad on Mamata-Suvendu Meeting: নীতি অপছন্দের, যিনি বিজেপি করেন তাঁকে ঘৃণা করি না; মমতা-শুভেন্দু সাক্ষাৎ নিয়ে মত ফিরহাদের - শুভেন্দু অধিকারী

বিজেপির পলিসি পছন্দ করি না, কিন্তু যিনি বিজেপি করেন তাঁকে তো ঘৃণা করি না (Firhad on Mamata-Suvendu Meeting)৷ মমতা বন্দ্যোপাধ্য়ায়ের (Mamata Banerjee) সঙ্গে শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) সাক্ষাৎ (Firhad on Mamata-Suvendu Meet) নিয়ে এ কথাই বললেন ফিরহাদ হাকিম (Firhad Hakim)৷

Firhad Hakim says he doesn't hate BJP though he doesn't like their policies
নীতি অপছন্দের, যিনি বিজেপি করেন তাঁকে ঘৃণা করি না; মমতা-শুভেন্দু সাক্ষাৎ নিয়ে মত ফিরহাদের

By

Published : Nov 25, 2022, 8:06 PM IST

কলকাতা, 25 নভেম্বর:বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সাক্ষাৎ নিয়ে (Firhad on Mamata-Suvendu Meet) জল্পনায় জল ঢাললেন পৌর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim)৷ তিনি বলেন, "বিজেপির নীতি পছন্দ না করলেও বিজেপি যিনি করেন, তাঁকে তো আর ঘৃণা করি না ৷"

রাজ্যে 2021 বিধানসভা নির্বাচনে ক্ষমতায় না এলেও নজিরবিহীন সাফল্য পেয়েছে বিজেপি । আর তার অন্যতম কাণ্ডারি শুভেন্দু অধিকারী । নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে জয়লাভ করেন তিনি । একদা মমতা ঘনিষ্ট শুভেন্দু দল বদলের পর থেকে আদায়-কাঁচকলায় সম্পর্ক হয় দুজনের মধ্যে । রাজ্যে নতুন সরকার গঠনের পর এই প্রথম দুই মেরুকে কাছে আসতে দেখা গেল । মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘরে গিয়ে সাক্ষাৎ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । যা বর্তমান পরিস্থিতিতে নজির, বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা ।

বিজেপিতে যোগ দেওয়ার পর থেকেই শুভেন্দু অধিকারী বরাবর আক্রমণাত্মক মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি । মুখ্যমন্ত্রী ও তাঁর ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নিত্যদিন কড়া ভাষায় তোপ দাগতে দেখা যায় তাঁকে ৷ কয়লা কাণ্ড থেকে গরু পাচার, শিক্ষক দুর্নীতি নিয়ে বারবার দুজনকে আক্রমণের মূল নিশানায় রেখেছেন শুভেন্দু । বিধানসভায় দু তরফে দোষারোপ পালটা দোষারোপ লেগেই থাকে ৷ এত কিছুর পর শুক্রবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে শুভেন্দু অধিকারী সাক্ষাৎ নিয়ে শুরু হয় জল্পনা । শুভেন্দু একা নন, এ দিন তাঁর সঙ্গে ছিলেন অশোক লাহিড়ী ও অগ্নিমিত্রা পাল ।

আরও পড়ুন:বিধানসভায় শুভেন্দুকে ঘরে ডাকলেন মমতা ! সৌজন্য সাক্ষাতে তোলপাড় রাজ্য-রাজনীতি

তবে যাবতীয় জল্পনায় জল ঢাললেন মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম (Firhad on Mamata-Suvendu Meeting)। তিনি এ প্রসঙ্গে বলেন, এটাই গণতন্ত্র । পার্সোনাল অ্যাটাক কেন করব । এক জায়গায় বসে চা খাব না কেন ? বিরোধী দলের নেতা যদি এসে চা খায় তাতে অসুবিধা কী ! বিজেপি পলিসি পছন্দ করি না, কিন্তু বিজেপি করেন যিনি তাঁকে তো ঘৃণা করি না ।"

ABOUT THE AUTHOR

...view details