কলকাতা, 24 জানুয়ারি:হুক্কা বার (Firhad Reacts on Hookah Issue) নিয়ে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) নির্দেশের পর এই নিয়ে বেশি কিছু বলতে চাইলেন না মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim News)৷ তিনি শুধু বলেন, আদালতের নির্দেশের পর এই নিয়ে তিনি কিছু বলবেন না ৷ ফিরহাদের কথায়, "নিশ্চয়ই মানুষের ভালো ভেবে, ছাত্রদের ভালো ভেবেই রায় দিয়েছে হাইকোর্ট ৷"
কলকাতার সমস্ত হুক্কা বার বন্ধের আবেদন জানিয়ে পুলিশ কমিশনারকে চিঠি দিয়েছিলেন কলকাতার মেয়র তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম । সেই ইস্যুতেই ঝামেলা গড়ায় আদালতে । কারণ রাজ্যের হাতে এমন কোনও আইন নেই, যা প্রয়োগে বন্ধ করা যাবে হুক্কা বার । তামাক আইন কেন্দ্রীয় আইন ।
সেই মামলায় এ দিন হাইকোর্ট রায় দিয়েছে হুক্কা বার বন্ধ করা যাবে না । হুক্কা বার ইস্যুতে আদালতে ধাক্কা খেয়েছে রাজ্য সরকার ৷ এদিন কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছে যে রাজ্যের কোনও হুক্কা বার বন্ধ করা যাবে না । বিচারপতি রাজাশেখর মান্থা নির্দেশে জানান, রাজ্যে হুক্কা বার বন্ধের কোনও আইন নেই ৷ হুক্কা বার বন্ধ করতে হলে রাজ্যকে নতুন করে আইন সংশোধন করতে হবে ৷ তাই কলকাতা বা বিধাননগর এলাকায় হুক্কা বার বন্ধ করা যাবে না ৷ এই বারগুলি থেকে প্রচুর টাকা রাজস্ব পায় কেন্দ্র ও রাজ্য সরকার ৷