কলকাতা, 22 অক্টোবর: শহর কলকাতায় ডেঙ্গির (Dengue) বাড়বাড়ন্তের জন্য ফের একবার নাগরিকদেরই কাঠগড়ায় তুললেন মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim) ৷ শনিবার জানা যায়, কলকাতায় ডেঙ্গিতে আক্রান্ত হয়ে প্রাণ গিয়েছে আরও একজনের ৷ মৃত যুবকের বয়স মাত্র 21 বছর ৷ মেয়রকে এ নিয়ে প্রশ্ন করা হলে স্পষ্টতই দায় এড়িয়ে যান তিনি ৷ বলেন, আমার বাড়ির ছাদে জল জমে থাকবে ৷ আর আমি পৌরনিগমকে দোষারোপ করব, এটা হতে পারে না ! মেয়রের এমন মন্তব্যে স্বভাবতই চটেছেন বিরোধীরা ৷ একযোগে ফিরহাদের সমালোচনা শোনা গিয়েছে বাম, বিজেপি ও কংগ্রেস নেতাদের মুখে ৷
প্রসঙ্গত, এদিন যে যুবকের ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মৃত্যুর খবর মেলে তিনি কলকাতার 114 নম্বর ওয়ার্ডের বাসিন্দা ছিলেন ৷ পরিবার সূত্রে জানা গিয়েছে, বেশ কয়েকদিন ধরেই জ্বরে ভুগছিলেন তিনি ৷ এই ঘটনায় আতঙ্কিত বাসিন্দারা ৷ তাঁরা বলছেন, এই এলাকায় শেষ একমাসে অনেকেরই জ্বর এসেছে ৷ মনে করা হচ্ছে, তাঁদের অনেকেই আক্রান্ত হয়েছেন ডেঙ্গিতে ৷ এদিকে, শনিবারই খবর এসেছে, একদিনে রাজ্যে ডেঙ্গি আক্রান্ত হয়েছেন আরও 1 হাজার 94 জন ৷ গত এক সপ্তাহে রাজ্যে মোট ডেঙ্গি আক্রান্তের সংখ্যা 6 হাজার 680 ৷