কলকাতা, 15 মার্চ: বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বুধবার একটি টুইটে দাবি করেন, আলিপুর মিউজিয়ামের 5.6 একর জমি বিক্রি বাবদ 876 কোটি টাকার দুর্নীতি হয়েছে । যে দাম ধার্য করে আলিপুর গ্রিন সিটি প্রোজেক্টকে সেটা বর্তমান মূল্যের থেকে কম বলে জানান তিনি । যে টুইট ঘিরে সরগরম হয় রাজ্য রাজনীতি । এবার এই টুইটেরই জবাব দিলেন রাজ্যের মন্ত্রী তথা তৃণমূল নেতা ফিরহাদ হাকিম (Firhad Hakim Reply to Suvendu Adhikari)। এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে জানান তিনি ।
এদিন শুভেন্দু অধিকারী আলিপুর সংশোধনাগারের জমি বিক্রি নিয়ে দুর্নীতির অভিযোগ তুলে টুইট করে বিষয়টি রাজ্যপাল সিভি আনন্দ বসুর দৃষ্টি আকর্ষণ করেন । এই বিষয় ফিরহাদ হাকিম বলেন, "এটা একটা ভুল অভিযোগ ৷ যার কোনও ভিত্তি নেই । আলিপুর মিউজিয়াম রাজ্য সরকারের সম্পত্তি ৷ আগে যেটা আলিপুর জেলের ছিল । পিছনে যেসব জায়গা আছে সমস্ত জায়গাই রাজ্য সরকারের । যে জমি বিক্রি হয় সেটা স্বচ্ছভাবে বিক্রি হয় । সম্প্রতি কোনও জমি বিক্রিই হয়নি ৷ আর তাছাড়া সম্পূর্ণ মিউজিয়াম একটা হেরিটেজ সম্পত্তি ।"