পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Firhad Hakim জেলে যেতে ভয় নেই, সম্পত্তি বৃদ্ধি ইস্যুতে জানালেন ফিরহাদ - সম্পত্তি বৃদ্ধি মামলা নিয়ে এবার মুখ খুললেন ফিরহাদ হাকিম

বিরোধী বন্ধুরা অসভ্যতা করছে। সামাজিক সম্মান নষ্ট করছে। সম্পত্তি বৃদ্ধি মামলায় ইডি-কে পার্টি করা প্রসঙ্গে এবার জবাব দিলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim on Assets Case in a Press Conference)। তাঁর কথায়, জেলে যেতে ভয় পাই না। সকলের সামাজিক সম্মান রয়েছে তা নিয়ে টানাটানি করলে ভয় লাগে।

Firhad Hakim
সম্পত্তি বৃদ্ধি মামলা নিয়ে এবার মুখ খুললেন ফিরহাদ হাকিম

By

Published : Aug 13, 2022, 6:07 PM IST

Updated : Aug 13, 2022, 6:22 PM IST

কলকাতা, 13 অগস্ট:তৃণমূলনেতাদের সম্পত্তি বৃদ্ধি মামলা নিয়ে এবার মুখ খুললেন ফিরহাদ হাকিম (Firhad Hakim on Assets Case in a Press Conference) ৷ জানালেন, সামাজিক সম্মান হারাতে ভয় হয়, জেলে যেতে নয় ৷ সম্মান গেলে পরিবারের লোকজনকে ভুগতে হবে।

সম্প্রতি 19 জন তৃণমূল নেতা-মন্ত্রীর সম্পত্তি বৃদ্ধি মামলায় ইডি-কে যুক্ত করার আবেদেন মঞ্জুর করেছে হাইকোর্ট। এরপরেই পালটা তৃণমূলের তরফে সাংবাদিক সম্মেলন করে দাবি করা হয়, বিরোধীরা অর্ধ সত্য বলছে। এই তালিকায় সিপিএম ও কংগ্রেসের বেশকিছু নেতাদের নাম রয়েছে বলেও দাবি করা হয় তৃণমূলের তরফে।

শাসকদলের তরফে এমন মন্তব্যের পর তার জবাবও দিয়েছে সিপিএম এবং কংগ্রেস। শাসক-বিরোধী তরজার মাঝেই তিন মন্ত্রী আদালতে ইডিকে তদন্ত থেকে বিরত রাখার আবেদন করেন। এই ঘটনায় বিরোধীদের এক সুরে বলতে শোনা গিয়েছে তদন্তে ভয় পাচ্ছে বলেই বিরত রাখার আবেদন। শনিবার সেই প্রসঙ্গে কলকাতার মেয়র ফিরহাদ হাকিম বলেন, "তদন্তে কোনও ভয় পাচ্ছি না। হেনস্থা হতে হবে এই যা। সবার সামাজিক সম্মান রয়েছে, সামাজিক সম্মান নিয়ে টানাটানি করলে ভয় লাগে। জেলে থাকতে কোনও ভয় নেই, কারণ আমাদের বাংলার অনেক নেতারা জেলে ছিলেন।

জেলে যেতে ভয় নেই, সামাজিক সম্মান হারাতে ভয়, বললেন ফিরহাদ হাকিম

যেভাবে কিছু মিডিয়া 'ক্যাঙ্গারু কোর্ট' বসাচ্ছে। সেই সম্মানটা যাওয়ার ভয় সকলের থাকে। আমি বামফ্রন্টের বিরুদ্ধে লড়াই করেছি। গুলির মুখে দাঁড়িয়েছি নন্দীগ্রাম, সিঙ্গুর 21 জুলাই ছিলাম। সম্মানটা গেলে পরিবারের লোকজনকে ভুগতে হবে।"

আরও পড়ুন:সম্পত্তি বৃদ্ধি মামলায় একতরফাভাবে তৃণমূলকে জড়িয়ে দেওয়া হচ্ছে, দাবি ফিরহাদ-ব্রাত্যদের

Last Updated : Aug 13, 2022, 6:22 PM IST

ABOUT THE AUTHOR

...view details