কলকাতা, 10 মার্চ : পাঁচ রাজ্যেরই বিধানসভা ভোটে ভরাডুবি কংগ্রেসের ৷ ফলে জাতীয় রাজনীতিতে কোণঠাসা কংগ্রেসের ভবিষ্যৎ নিয়ে রীতিমতো প্রশ্ন উঠে গিয়েছে ৷ এই দুঃসময়ে হাত শিবির-কে বিশেষ পরামর্শ দিলেন রাজ্যের মন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস নেতা ফিরহাদ হাকিম ৷ বললেন, কংগ্রেসের উচিত তৃণমূলের সঙ্গে মিশে যাওয়া (Firhad Hakim Advises Congress to Alliance With Trinamool Congress) ৷ তাঁর মতে, অস্তিত্ব রক্ষার জন্যই এমনটা করা উচিত কংগ্রেসের ৷ পাশাপাশি উত্তরপ্রদেশে স্বচ্ছ নির্বাচন হয়নি বলেই দাবি করেছেন তিনি ৷
উত্তরপ্রদেশ, পঞ্জাব, গোয়া, উত্তরাখণ্ড ও মণিপুর এই পাঁচ রাজ্যের বিধানসভা ভোটের ফল প্রকাশ (Assembly Election Results 2022) ছিল বৃহস্পতিবার ৷ পঞ্জাব বাদে বাকি চারটি রাজ্যে বিরোধীদের কার্যত উড়িয়ে দিয়েছে গেরুয়া শিবির ৷ আর কংগ্রেসের পরিণতি বেশ শোচনীয় ৷ পঞ্জাবে সরকার গড়তে চলেছে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি ৷ 2024 লোকসভা ভোটের আগে ভাল ফল তো দুরঅস্ত, বরং যেটুকু মান যাও ছিল তাও খোয়াতে বসেছে কংগ্রেস ৷ গতবার দেশের বৃহত্তম রাজ্যে বিধানসভা ভোটে কংগ্রেস পেয়েছিল 7টি আসন ৷ এবার তার থেকেও খারাপ ফল ৷
আরও পড়ুন : Congress in Assembly Elections 2022 : পাঁচ রাজ্যে শূন্য, বেসামাল কংগ্রেসের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন