পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Firhad Hakim on Polls Result : স্বচ্ছ নির্বাচন হয়নি, আত্মসন্তুষ্টির কারণ নেই বিজেপির, প্রতিক্রিয়া ফিরহাদের - firhad hakim reacts after bjp success in Uttar Pradesh assembly election

ফিরহাদ হাকিমের মতে, স্বচ্ছ নির্বাচন হলে হাথরস, লখিমপুর খেরির মতো জায়গায় বিজেপি কখনওই জিততে পারত না (Assembly Election Results 2022)৷ এছাড়া অস্তিত্ব রক্ষার জন্য কংগ্রেসকে, তৃণমূল কংগ্রেসের সঙ্গে মিশে যাওয়ার পরামর্শ দিলেন তিনি ৷

firhad hakim
firhad hakim

By

Published : Mar 10, 2022, 8:04 PM IST

কলকাতা, 10 মার্চ : পাঁচ রাজ্যেরই বিধানসভা ভোটে ভরাডুবি কংগ্রেসের ৷ ফলে জাতীয় রাজনীতিতে কোণঠাসা কংগ্রেসের ভবিষ্যৎ নিয়ে রীতিমতো প্রশ্ন উঠে গিয়েছে ৷ এই দুঃসময়ে হাত শিবির-কে বিশেষ পরামর্শ দিলেন রাজ্যের মন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস নেতা ফিরহাদ হাকিম ৷ বললেন, কংগ্রেসের উচিত তৃণমূলের সঙ্গে মিশে যাওয়া (Firhad Hakim Advises Congress to Alliance With Trinamool Congress) ৷ তাঁর মতে, অস্তিত্ব রক্ষার জন্যই এমনটা করা উচিত কংগ্রেসের ৷ পাশাপাশি উত্তরপ্রদেশে স্বচ্ছ নির্বাচন হয়নি বলেই দাবি করেছেন তিনি ৷

উত্তরপ্রদেশ, পঞ্জাব, গোয়া, উত্তরাখণ্ড ও মণিপুর এই পাঁচ রাজ্যের বিধানসভা ভোটের ফল প্রকাশ (Assembly Election Results 2022) ছিল বৃহস্পতিবার ৷ পঞ্জাব বাদে বাকি চারটি রাজ্যে বিরোধীদের কার্যত উড়িয়ে দিয়েছে গেরুয়া শিবির ৷ আর কংগ্রেসের পরিণতি বেশ শোচনীয় ৷ পঞ্জাবে সরকার গড়তে চলেছে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি ৷ 2024 লোকসভা ভোটের আগে ভাল ফল তো দুরঅস্ত, বরং যেটুকু মান যাও ছিল তাও খোয়াতে বসেছে কংগ্রেস ৷ গতবার দেশের বৃহত্তম রাজ্যে বিধানসভা ভোটে কংগ্রেস পেয়েছিল 7টি আসন ৷ এবার তার থেকেও খারাপ ফল ৷

আরও পড়ুন : Congress in Assembly Elections 2022 : পাঁচ রাজ্যে শূন্য, বেসামাল কংগ্রেসের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন

কংগ্রেসের ভরাডুবি নিয়ে তৃণমূল কংগ্রেসের হয়ে প্রতিক্রিয়া দিলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম ৷ তিনি বলেন, "কংগ্রেস দুর্ভাগ্যজনকভাবে শেষ হয়ে গেল । এত পুরনো একটা দল কিভাবে বিলুপ্ত হয়ে যাচ্ছে । কংগ্রেসের উচিত নিজেদের অস্তিত্ব রক্ষায় তৃণমূলের সঙ্গে হয়ে যাওয়া । গান্ধিবাদ ও সুভাষ বাদ নিয়ে লড়াই করব । একসঙ্গে লড়াই করব ৷"

আরও পড়ুন : Kejriwal on Punjab Poll Results : আপের জয়ে পঞ্জাববাসীকে ধন্যবাদ কেজরিওয়ালের

ফিরহাদ যখন এই প্রতিক্রিয়া দেন, ততক্ষণে স্পষ্ট হয়ে গিয়েছে যে উত্তরপ্রদেশে ফের ক্ষমতায় আসতে চলেছে বিজেপি । সেই প্রসঙ্গে ফিরহাদ হাকিম বলেন, "উত্তরপ্রদেশে এখনও কাউন্টিং চলছে । ওখানে অনেক রকম ব্যাপার আছে । কিন্তু 24 শে এই ফলাফল হবে না । আমরা লড়াই করব, মোদি হটাও দেশ বাঁচাও।" তাঁর দাবি, উত্তরপ্রদেশে স্বচ্ছ নির্বাচন হয়নি ৷ তাঁর কথায়, "স্বচ্ছ নির্বাচন হলে যেখানে মন্ত্রীর ছেলে কৃষককে গাড়ির চাকায় পিষে দিল, সেখানে বিজেপি জেতে কী করে ? হাথরসের নির্যাতিতার দেহ পুড়িয়ে ফেলল পুলিশ ৷ বাবা মাকেও মেয়ের মুখ দেখতে দেওয়া দেয়নি । তাই উত্তরপ্রদেশের ফলাফল নিয়ে আত্মসন্তুষ্ট হওয়ার মতো কিছু নেই বিজেপির ।"

ABOUT THE AUTHOR

...view details