কলকাতা, 13 জুন: শহরের কোরোনা পরিস্থিতি সম্পর্কে জানতে চান রাজ্যপাল জগদীপ ধানকড় ৷ তাই শুক্রবার টুইট করে কোরোনার রিপোর্ট নিয়ে পৌরকমিশনার ও কলকাতা পৌরনিগমের চেয়ারম্যানকে দেখা করার কথা বলেন রাজ্যপাল ৷ টুইটে শনিবার সকাল 11 টার সময় দেখা করার কথা বলেন তিনি ৷ তবে তাঁর করা এই টুইটের জবাব দিয়েছেন কলকাতা পৌরনিগমের বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটরসের চেয়ারম্যান ফিরহাদ হাকিম ৷ তিনি পরিষ্কার করে দেন কোনও টুইটের ভিত্তিতে রাজ্যপালের সঙ্গে দেখা করতে যাবেন না ৷
"রাজ্যপালের চিঠি পাইনি", রাজভবনে যাবেন না ফিরহাদ - কলকাতা পৌরনিগম
রাজভবন থেকে তিনি কোনও চিঠি পাননি ৷ রাজ্যপাল দেখা করতে চান এমন কোনও লিখিত নির্দেশও তিনি পাননি ৷ তাই শুধু টুইটের ভিত্তিতে তিনি রাজভবনে রাজ্যপালের সঙ্গে দেখা করতে যাবেন না ৷ জানালেন, কলকাতা পৌরনিগমের বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটরসের চেয়ারম্যান ফিরহাদ হাকিম ৷
শুক্রবার ফিরহাদ হাকিম জানান, রাজভবন থেকে তিনি কোনও চিঠি পাননি ৷ রাজ্যপাল দেখা করতে চান এমন কোনও লিখিত নির্দেশও তিনি পাননি ৷ তাই শুধু টুইটের ভিত্তিতে তিনি রাজভবনে রাজ্যপালের সঙ্গে দেখা করতে যাবেন না ৷ রাজ্যপালের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ করে তিনি বলেন, ‘‘রাজ্যপাল পাবলিসিটি করার জন্য টুইট করছেন ৷ উনি যদি রাজ্যপাল হয়ে আমার কাছ থেকে রিপোর্ট চাইতেন, আমি অবশ্যই কোরোনা পরিস্থিতি নিয়ে রিপোর্ট পেশ করতাম ৷ কিন্তু উনি রাজ্যপালের না, একটি দলের ভূমিকা পালন করছেন ৷’’ ফিরহাদ হাকিম জানান কোনও রকম রিপোর্ট দেওয়া হবে না ৷ তিনিও রাজ্যপালের সঙ্গে দেখা করতে রাজভবনে যাবেন না বলেও স্পষ্ট জানিয়ে দিয়েছেন ৷ তিনি আরও বলেন, ‘‘ রাজ্যপালের পদটাই ওনার এই কাজকর্মের জন্য কলঙ্কিত হচ্ছে ৷ এবার তো দিলীপ ঘোষের অফিসে গিয়ে ওনার সঙ্গে দেখা করতে হবে ৷’’
রাজ্যপাল নিরপেক্ষ নন বলে অভিযোগ করেন ফিরহাদ হাকিম ৷ রাজ্যপালের গদিতে বসে উনি একটি দলের হয়ে কথা বলেন বলে অভিযোগ করেন তিনি ৷ কলকাতা পৌরনিগম বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটরসের চেয়ারম্যান ফিরহাদ হাকিম বলেন, "আমি এইরকম কারও সঙ্গে কথা বলতে চাই না যিনি রাজ্যপালের পদে থেকে নির্দিষ্টি একটি দলের হয়ে কথা বলেন ৷"