পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

"প্রশাসক নিয়োগ নিয়ে রাজ্যপালের সম্মতি নিতেই হবে এমন বাধ্যবাধকতা নেই"

আজ ফিরহাদ হাকিম বলেন, মানুষের জন্য আইন ৷ আইনের জন্য মানুষ নয় । তাই রাজ্য সরকার বিভিন্ন আইনের দিক খতিয়ে দেখেই প্রশাসক বসানোর সিদ্ধান্ত নিয়েছে । কলকাতা পৌরনিগমের প্রশাসক পদে আমি ও আমার বোর্ডকে রাজ্য সরকার উপযুক্ত বিবেচনা করে তবেই বসিয়েছে । তাই কলকাতা পৌরনিগমে প্রশাসক বসানো নিয়ে রাজ্য সরকারের নেওয়া সিদ্ধান্তের উপর রাজ্যপালের সম্মতি নিতেই হবে এমন কোনও বাধ্যবাধকতা নেই ৷

firhad hakim reaction on governor tweet about kolkata   municipality head
প্রশাসক নিয়োগ নিয়ে রাজ্যপালের সম্মতি বাধ্যবাধকতা নয় ; ফিরহাদ হাকিম

By

Published : May 7, 2020, 9:52 PM IST

কলকাতা, 7 মে : কলকাতা পৌরনিগমে প্রশাসক বসানো নিয়ে ক্ষোভপ্রকাশ করেছেন রাজ্যপাল । টুইটে তিনি লেখেন, তাঁকে না জানিয়েই প্রশাসক নিয়োগ করেছে রাজ্য সরকার । অভিযোগ, রাজভবনে নির্দেশিকার কোনও কপি পাঠায়নি রাজ্য সরকার । যদিও এবিষয়ে ফিরহাদ হাকিম বলেন, রাজ্য সরকার উপযুক্ত বিবেচনা করেই কাজ করেছে ৷

রাজ্যপালের এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে আজ ফিরহাদ হাকিম বলেন, মানুষের জন্য আইন ৷ আইনের জন্য মানুষ নয় । তাই রাজ্য সরকার বিভিন্ন আইনের দিক খতিয়ে দেখেই প্রশাসক বসানোর সিদ্ধান্ত নিয়েছে । কলকাতা পৌরনিগমের প্রশাসক পদে আমি ও আমার বোর্ডকে রাজ্য সরকার উপযুক্ত বিবেচনা করে তবেই বসিয়েছে । তাই কলকাতা পৌরনিগমের প্রশাসক বসানো নিয়ে রাজ্য সরকারের নেওয়া সিদ্ধান্তের উপর রাজ্যপালের সম্মতি নিতেই হবে এমন কোনও বাধ্যবাধকতা নেই ৷

পৌরনিগমে প্রশাসক বসানো নিয়ে বিরোধীদের বক্তব্য প্রসঙ্গে তিনি বলেন, কোরোনা সংক্রমণ থেকে রক্ষা পেতে মানুষকে বাঁচানোর লড়াই চালানো হচ্ছে ৷ সেই সময় রাজ্যের বিরোধীরা রাজনৈতিক সমালোচনা করতে ব্যস্ত ৷ তাই বিরোধীদের ভাবনা-চিন্তায় পজ়িটিভ থাকতে বলেন তিনি । আরও বলেন, " আমরা এমন একটা ভয়ঙ্কর সময়ের মধ্যে দাঁড়িয়ে আছি ৷ আমরা যতই প্রশাসক বসানো হোক না কেন জনপ্রতিনিধিদের প্রয়োজনীয়তা ও গুরুত্ব অনেক বেশি । কারণ তাঁরাই এই সময় রাস্তায় নেমে কাজ করছেন । মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ রেখে চলতে হচ্ছে জনপ্রতিনিধিদের । তাই জনপ্রতিনিধি অর্থাৎ কাউন্সিলররা অ্যাডভাইজ়র অফ অ্যাডভাইজ়ারি বোর্ডের কনভেনার হয়েই কাজ করবেন । এমনকি বিরোধী কাউন্সিলরদেরকেও শামিল করা হবে । এই কঠিন পরিস্থিতিতে একসঙ্গে কাজ করার জন্য সকল কাউন্সিলরদের প্রয়োজন । "

ফিরহাদ হাকিম আরও বলেন, " সংবিধানে জনপ্রতিনিধির প্রয়োজনীয়তা উপলব্ধি করতে পেরেছিলেন বাবাসাহেব আম্বেদকর । সেজন্য সংবিধানে জনপ্রতিনিধিমূলক ব্যবস্থার জন্য প্রভিশন রেখেছিলেন তিনি । কিন্তু প্রশাসক নিয়ে ব্যবস্থা রাখেননি ৷ জনপ্রতিনিধিরা যেভাবে কাজ করতে পারবে রাস্তায় নেমে তার গুরুত্ব বুঝেছিলেন বাবাসাহেব আম্বেদকর । তাই জনপ্রতিনিধিদের উপরই গুরুত্ব দিয়েছিলেন তিনি ।"

ABOUT THE AUTHOR

...view details