পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

অন্যের সেনা চুরি করে যুদ্ধ জয় হয় না : কটাক্ষ ফিরহাদের - dilip ghosh

এদিন ফের একবার রাজ্য বিজেপি নেতৃত্বকে কটাক্ষ করলেন তৃণমূল নেতা ফিরহাদ হাকিম ৷ তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া প্রসঙ্গে কটাক্ষ করেন তিনি ৷

firhad Hakim
ফিরহাদ হাকিম

By

Published : Jan 3, 2021, 8:37 AM IST

কলকাতা, 3 জানুয়ারি : দল বদল প্রসঙ্গে ফের বিজেপিকে কটাক্ষ তৃণমূল নেতা ফিরহাদ হাকিমের ৷ এদিন বিজেপিকে কটাক্ষ করে তিনি বলেন, "বিজেপি তৃণমূলের নেতাদের চুরি করে দল তৈরি করেছে ৷ মমতা বন্দ্যোপাধ্যায় দলের নেতা তৈরি করেন, আর বিজেপির এমন দৈনদশা যে তৃণমূলের দল ভেঙে নিয়ে গিয়ে নিজেদের দল তৈরি করে ।" এ দিন বিজেপি-কে কটাক্ষ করে তিনি আরও বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায় কর্মীর মধ্যে থেকে তুলে নিয়ে গিয়ে নেতা তৈরি করেন । সেখানেই বিজেপি তৃণমূলের নেতাদের নিয়ে নিয়ে গিয়ে নিজেদের দল তৈরি করে । বিজেপির নিজেদের কোনও নীতি নেই । এত দুর্বল একটি দল যারা নিজেরা নেতা তৈরি করতে পারে না । এইভাবে কখনও কোনও দল চলে না । অন্যের সৈন্য চুরি করে নিয়ে গিয়ে কখনও যুদ্ধ জয় করা যায় না ।"

ভিডিয়োতে শুনুন ফিরহাদ হাকিমের বক্তব্য

উল্লেখ্য, এদন দিলীপ ঘোষ মন্তব্য করেন যে তৃণমূলের নেতাদের পলিটিক্যাল ভ্যাকসিন দিতে হবে । দিলীপ ঘোষের এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে এ দিন ফিরহাদ হাকিম বলেন, "পলিটিক্যাল ভ্যাকসিন দিলীপ ঘোষের কাছেই থাকুক । আমরা তৃণমূলের কর্মীরা মানুষের স্বার্থে নিজেদের শরীরে কোরোনার ভ্যাকসিন নিয়েছি । মানুষের স্বার্থে জীবনের ঝুঁকি নিয়েই আমরা কোরোনার ভ্যাকসিন ট্রায়ালে অংশ নিয়েছি ।" অনুব্রত মন্ডলের রুপোর মুকুট পরা নিয়ে বিজেপি যেভাবে আক্রমণ করছে তার উত্তরে এদিন ফিরহাদ হাকিম বলেন, "কেউ যদি কাউকে রুপোর মুকুট পরায় তাতে আপত্তির কী হয়েছে । দিলীপ ঘোষকে অনেক সময় অনেক জায়গায় মুকুট পরানো হয় তখন তো কোনও আপত্তি ওঠে না । যখন অনুব্রত মণ্ডল কে তার অনুগামীরা মুকুট পড়িয়েছে তখনই এত সমালোচনার ঝড় কেন উঠছে । বিজেপি শুধু শিল্প করতে এসেছে এই দেশে । তাঁরা আদানি আম্বানির মত শিল্পপতিদের সঙ্গে হাত মিলিয়ে গোটা দেশকে বিক্রি করে দেবে ।"

এর পাশাপাশি তিনি বলেন, "আসলে বিজেপি শুধু রাজনীতি করতে এসেছেন মানুষের স্বার্থের কথা কখনওই এরা চিন্তা করে না । আসন্ন বিধানসভাতে তার প্রমাণ পাওয়া যাবে । বিজেপি গোটা দেশের সঙ্গে বাংলাকেও গুজরাত বানাতে চাইছে কিন্তু তা কখনওই সম্ভব হবে না । বাংলার মানুষ কখনওই বিজেপিকে সমর্থন করবে না ।"

ABOUT THE AUTHOR

...view details