কলকাতা, 20 অক্টোবর:সামনেই পঞ্চায়েত নির্বাচন (Panchayat Election 2023) ৷ তার আগে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের (Mamata Banerjee) একটিমাত্র মন্তব্যে তোলপাড় রাজ্য রাজনীতি ৷ একদিকে বিরোধীদের কটাক্ষ, ব্যঙ্গ আর অভিযোগ, অন্যদিকে পালটা তৃণমূলের নেতা, মন্ত্রীদের ব্যাখ্যা ! এই চলছে ৷ বৃহস্পতিবারও এভাবেই বিজেপি নেতা দিলীপ ঘোষের (Dilip Ghosh) কটাক্ষের জবাব দিতে গিয়ে মমতার মন্তব্যের বিস্তারিত ব্যাখ্যা করলেন মেয়র তথা মন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim) ৷
বুধবার শিলিগুড়িতে আয়োজিত বিজয়া সম্মিলনীতে মমতা দাবি করেন, টাটা গোষ্ঠীকে সিঙ্গুর থেকে তৃণমূল কংগ্রেস তাড়ায়নি ৷ টাটাদের তাড়িয়েছে বাংলার তৎকালীন শাসকদল সিপিএম ! মমতার এই মন্তব্যের পরই রাজ্যজুড়ে বিতর্কের ঝড় উঠেছে ৷ সিপিএম থেকে বিজেপি, কিংবা কংগ্রেস, একযোগে সবাই মমতার সমালোচনায় সরব হয়েছে ৷ মমতার বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ তুলেছেন সুজন, শুভেন্দু, অধীররা ৷ বাদ যাননি বিজেপি-এর জাতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষও ৷ তাঁর কথায়, "মমতা বন্দ্যোপাধ্যায় অনেক জোকস করেন ৷ কিন্তু এটা তাঁর সেরা জোকস !"
আরও পড়ুন:মমতা মিথ্যাবাদী, তাঁর সরকার অভাগা ! তোপ শুভেন্দুর
বৃহস্পতিবার দিলীপের এই মন্তব্য নিয়েই প্রশ্ন করা হয় ফিরহাদকে ৷ তাতে তিনি বলেন, মমতা ভুল কিছু বলেননি ৷ তিনি আদতে কী বলতে চেয়েছেন, সেটা বুঝতে হবে ৷ ফিরহাদের কথায়, "সিঙ্গুরের আন্দোলন টাটাদের বিরুদ্ধে ছিল না ৷ ওই আন্দোলন ছিল মানুষের অধিকার রক্ষার লড়াই ৷" ফিরহাদের বক্তব্য, টাটাদের বদলে অন্য কাউকেও যদি অন্যায়ভাবে কৃষকের জমি কেড়ে দেওয়া হত, তাহলেও আন্দোলন হত ৷ মমতা বন্দ্যোপাধ্যায় তার বিরুদ্ধেও লড়াই করতেন ৷
মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের ব্যাখ্যা দিলেন ফিরহাদ হাকিম ৷ প্রসঙ্গত, মমতার এই মন্তব্য নিয়ে রাজনৈতিক মহলে ইতিমধ্যেই জল্পনা শুরু হয়েছে ৷ বিশ্লেষকদের একাংশ বলছেন, মমতা সিঙ্গুরের মানুষকে যে স্বপ্ন দেখিয়ে রাজ্যের মসনদ দখল করেছিলেন, তা আজ পর্যন্ত সফল হয়নি ৷ আগে কৃষকদের একাংশের অভিযোগ ছিল, তাঁদের জমি কেড়ে টাটা গোষ্ঠীকে সুবিধা করে দিচ্ছে তৎকালীন বামফ্রন্ট সরকার ৷ সিঙ্গুর আন্দোলনের জেরে সেখানকার জমিহারারা ভেবেছিলেন, জমি ফেরত পেলে তাঁদের সুদিন ফিরবে ৷ বর্তমান সরকার প্রতিশ্রুতি মতো জমি ফেরতও দিয়েছে ৷ কিন্তু, ততদিনে সেই জমির চরিত্র বদলে গিয়েছে ৷ ফলে কারখানা যেমন হয়নি, তেমনি হয়নি কৃষিকাজও ৷ চাকরিও জোটেনি, আবার কৃষকের ধানের গোলাও ভরেনি ৷
পঞ্চায়েত নির্বাচনে সিঙ্গুর ইস্যু যে আবার মাথাচাড়া দেবে, সেটা খুবই স্বাভাবিক ৷ ওয়াকিবহাল মহলের একাংশ বলছে, সিঙ্গুরবাসীর একাংশের ক্ষোভ আঁচ করেই টাটাকে নিয়ে সাম্প্রতিক মন্তব্যটি করেছেন মমতা ৷ এর কোনও সুফল পঞ্চায়েত ভোটে তৃণমূল পাবে কিনা, তার উত্তর দেবে সময় ৷