পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

রাজ্যপালের ক্ষমতা নিয়ে প্রশ্ন ফিরহাদ হাকিমের

বৈঠক শেষে রাজ্যপালের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন ফিরহাদ হাকিম । বলেন, "রাজ্যপাল সবসময় আমাদের বিরোধিতা করে চলেছেন । রাজ্যপালের ক্ষমতা থাকলে তিনি ভিনরাজ্যে আটকে থাকা শ্রমিকদের এভাবে নির্বিচারে কেন হত্যা করা হল তা নিয়ে প্রশ্ন করুক রেল মন্ত্রকের কাছে ।"

কলকাতা পৌরনিগম
কলকাতা পৌরনিগম

By

Published : May 8, 2020, 11:26 PM IST

কলকাতা, 8 মে : রাজ্যপালের ক্ষমতা নিয়ে প্রশ্ন তুললেন পৌরনগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম । রাজ্যপালের ক্ষমতা নেই ক্ষমতা থাকলে উনি কেন্দ্রকে প্রশ্ন করুক রেলকে প্রশ্ন করুক কেন নির্বিচারে হত্যা করা হল ভিনরাজ্যে আটকে থাকা শ্রমিকদের । এদিন কলকাতা পৌরনিগমের প্রশাসক পদে বসে প্রথম বৈঠক করেন ফিরহাদ হাকিম । বৈঠক শেষে তিনি রাজ্যপালের ভূমিকা নিয়ে প্রতিক্রিয়া জানান । তিনি বলেন, "রাজ্যপাল সবসময় আমাদের বিরোধিতা করে চলেছেন । রাজ্যপালের ক্ষমতা থাকলে তিনি ভিনরাজ্যে আটকে থাকা শ্রমিকদের এভাবে নির্বিচারে কেন হত্যা করা হল তা নিয়ে প্রশ্ন করুক রেল মন্ত্রকের কাছে ।"

এদিন ফিরহাদ হাকিম বলেন, "রাজ্যপাল সব সময় আমাদের সমালোচনা করেন । রাজ্যপালের কাছে আমরা খুব খারাপ আর দেশের চারদিকে যা ঘটে চলেছে তা খুব ভালো হচ্ছে । এত বড় ঘটনা ঘটে যাওয়ার পর রাজ্যপাল চুপ করে আছেন কেন । তিনি রেল মন্ত্রকের কাছে প্রশ্ন করছেন না কেন । উনি আগে কেন্দ্রের কাছে প্রশ্ন করুন কেন নির্বিচারে ট্রেনের চাকার তলায় পিষে দেওয়া হল এতগুলো ভিনরাজ্যে আটকে থাকা শ্রমিককে তারপর আমাদের বিরোধিতা করবেন ।"

তিনি আরও বলেন, "পৌরনিগমে প্রশাসক বসানো নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে রাজ্যপাল এত বিরোধিতা করছেন । আমরা তো খুব খারাপ কিন্তু রেল যে এতগুলো লোককে পিষে মেরে দিল সেই ব্যাপারে রাজ্যপাল কী করেছেন সেটা উনি আগে জানাক, তারপর আমরা ওঁর প্রশ্নের উত্তর দেব ।" আজকে এই ভাবেই রাজ্যপালের বিরুদ্ধে কটাক্ষ করলেন ফিরহাদ হাকিম । কলকাতা পৌরনিগমে প্রশাসক বসানো নিয়ে একাধিকবার টুইট করেছেন রাজ্যপাল । রাজ্য সরকারের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন তিনি টুইটে । কলকাতা পৌরনিগমের প্রশাসক বসানো আইনত ঠিক হয়নি বলে টুইটে অভিযোগ করেছেন তিনি ।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details