পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : Feb 12, 2021, 3:43 PM IST

ETV Bharat / state

পার্ক সার্কাসে শিশু হাসপাতালের উদ্বোধন ফিরহাদের

কলকাতার পার্ক সার্কাসে একটি শিশু হাসপাতালের উদ্বোধন করলেন কলকাতার পৌরনিগনের মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম ৷ 300 বেডের এই হাসপাতালটির পরিচালনার দায়িত্বে থাকবে ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথ।

শিশু হাসপাতালের শিলান্যাস
শিশু হাসপাতালের শিলান্যাস

কলকাতা, 12 জনুয়ারি : রাজ্য সরকার ও কলকাতা পৌরনিগমের সহযোগিতায় পার্ক সার্কাসে তৈরি হতে চলেছে একটি শিশু হাসপাতাল। এই শিশু হাসপাতালে রয়েছে চিকিৎসার আধুনিক সাজ-সরঞ্জাম ৷ 300 বেডের এই হাসপাতালের শিলান্যাস করলেন কলকাতা পৌরনিগমের মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম। 11 তলা এই শিশু হাসপাতালের পরিচালনা করবে ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথ। পার্ক সার্কাসের ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথ লাগোয়া জমিতেই নতুন হাসপাতালটি তৈরি হবে ।

আজ থেকে 65 বছর আগে, দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথের শিলান্যাস করেছিলেন ৷ ডঃ শিশির বসু একসময় এই হাসপাতালে প্রেসিডেন্ট পদের দায়িত্বভারও সামলেছিলেন। দীর্ঘদিন ধরে এই হাসপাতালের নথি সংক্রান্ত একটি জটিলতা চলছিল। তার জেরেই বন্ধ ছিল হাসপাতাল তৈরির কাজ ৷ অবশেষে কলকাতা পৌরনিগম নথি সংক্রান্ত জটিলতা কাটিয়ে বৈধ কাগজপত্র তুলে দেয় হাসপাতালে কতৃপক্ষকে ।

আরও পড়ুন:কলকাতার সমস্ত সেতু ও সিঁড়ি দৈনিক সাফাইয়ের নির্দেশ মুখ্য প্রশাসকের

কলকাতা পৌরনিগমের মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম বলেন, "জমি সংক্রান্ত কিছু জটিলতা ছিল ৷ এখন তা নিষ্পত্তি হয়ে গিয়েছে। রাজ্য সরকার মাত্র এক টাকার বিনিময়ে এই জমিটি ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথ এর হাতে তুলে দেয় ৷ ইতিমধ্যেই হাসপাতালের বিল্ডিং প্ল্যান জমা পড়েছে এবং কলকাতা পৌরনিগম বিল্ডিং প্ল্যানের অনুমোদনও দিয়েছে । আগামী দু'দিনের মধ্যেই এই জমিতে হাসপাতাল তৈরির কাজ শুরু হবে। "

এই হাসপাতাল তৈরি হলে সাধারণ মানুষ আরও বেশি উপকৃত হবেন। খুব স্বল্প খরচে শিশুদের চিকিৎসা করা হবে। প্রয়োজনে বিনামূল্যে চিকিৎসাও হবে। উন্নত পরিকাঠামো যুক্ত আধুনিক মানের চিকিৎসা পাবে দরিদ্র শিশুরা। এমনই মনে করছে হাসপাতাল কর্তৃপক্ষ ৷

ABOUT THE AUTHOR

...view details