কলকাতা, 12 জনুয়ারি : রাজ্য সরকার ও কলকাতা পৌরনিগমের সহযোগিতায় পার্ক সার্কাসে তৈরি হতে চলেছে একটি শিশু হাসপাতাল। এই শিশু হাসপাতালে রয়েছে চিকিৎসার আধুনিক সাজ-সরঞ্জাম ৷ 300 বেডের এই হাসপাতালের শিলান্যাস করলেন কলকাতা পৌরনিগমের মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম। 11 তলা এই শিশু হাসপাতালের পরিচালনা করবে ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথ। পার্ক সার্কাসের ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথ লাগোয়া জমিতেই নতুন হাসপাতালটি তৈরি হবে ।
আজ থেকে 65 বছর আগে, দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথের শিলান্যাস করেছিলেন ৷ ডঃ শিশির বসু একসময় এই হাসপাতালে প্রেসিডেন্ট পদের দায়িত্বভারও সামলেছিলেন। দীর্ঘদিন ধরে এই হাসপাতালের নথি সংক্রান্ত একটি জটিলতা চলছিল। তার জেরেই বন্ধ ছিল হাসপাতাল তৈরির কাজ ৷ অবশেষে কলকাতা পৌরনিগম নথি সংক্রান্ত জটিলতা কাটিয়ে বৈধ কাগজপত্র তুলে দেয় হাসপাতালে কতৃপক্ষকে ।