পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Firhad Hakim: কাউন্সিলরকে নিয়ে ক্ষোভ নাগরিকের, ভোট না-দেওয়ার বিধান ফিরহাদের - Firhad Hakim comments

শুক্রবার 'টক টু মেয়র' অনুষ্ঠানে গাড়ি পার্কিং নিয়ে অভিযোগ আসে ফিরহাদ হাকিমের কাছে (Firhad Hakim in Talk to Mayor) ৷

ETV Bharat
ফিরহাদ হাকিম

By

Published : Mar 3, 2023, 11:04 PM IST

কলকাতা, 3 মার্চ: কলকাতায় কোনওভাবেই ঠেকানো যাচ্ছে না বেআইনি পার্কিং । উলটে সেই সমস্যা যেন ক্রমেই বেড়ে চলেছে । শুক্রবার তেমনই একটি অভিযোগ আসে কলকাতা পৌরনিগমের 'টক টু মেয়র' অনুষ্ঠানে (Kolkata Municipal Corporation) । ভুক্তভোগি বেহালার এক নাগরিকের অভিযোগ, কাউন্সিলরকে বলেও কোনও কাজ হয়নি । তাহলে জন প্রতিনিধিদের ভোট দেওয়া হচ্ছে কিসের জন্য !

নাগরিকের এমন ক্ষোভ শুনে খানিক ঔদ্ধত্য সুরেই ফিরহাদ হাকিমের জবাব, 'ভোট দেবেন না'। যদিও কাজটি কাউন্সিলরের নয়, পুলিশের বলে এদিন দাবি করেন মেয়র ফিরহাদ হাকিম । শুক্রবার বেহালা থেকে এক নাগরিক ফোন করেন 'টক টু মেয়র' অনুষ্ঠানে । তাঁর অভিযোগ যে, পাশের বাড়ির সামনে মোটরসাইকেল বেআইনিভাবে পার্কিং করা হচ্ছে । কাউন্সিলরকে জানিয়েও সুরাহা হয়নি ।

এর উত্তরে মেয়র জানান, বিষয়টি পুলিশকে জানাতে । কারণ এটা দেখার দায়িত্ব পুলিশের । যদিও ওই নাগরিক এদিন আক্ষেপের সঙ্গে বলেন যে, কাজ যদি নাই করে তাহলে কাউন্সিলরদের ভোট দিয়ে তাঁদের জেতানো হয় কিসের জন্য! এর পরেই মেয়রের জবাব,"ভোট দেবেন না ।" ভোটের জন্য রাজনীতি নয়, মানুষের পাশে থাকাই মূল কর্তব্য, দলের সৈনিকদের উদ্দেশ্যে বারবারই এই উপদেশ দিতে শোনা গিয়েছে তৃণমূল নেত্রী মমতা বন্দোপাধ্যায়ের গলায় (Firhad Hakim comments) ।

আরও পড়ুন : অধীরকে আক্রমণের পালটা, মমতাকে নিয়ে লেখা দীপক ঘোষের বই বিলোবে কংগ্রেস

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ফিরহাদ হাকিমের এদিনের বক্তব্য, নাগরিকদের বিশেষ করে তাদের সমর্থকদের হতাশ করবে । তবে এমন মন্তব্য করার পরেই অবশ্য বিষয়টি সামাল দেওয়ার চেষ্টা করেন ফিরহাদ ৷ জানান, বিষয়টি পুলিশের দেখার কাজ হলেও, কর্পোরেশনের তরফ থেকেও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে এদিন আশ্বাস দেন তিনি । সেক্ষত্রে কোথায় কোথায় গ্যারেজ বাড়ানো যায়, তার জন্য সমীক্ষা করা হবে বলে জানিয়েছেন মেয়র ।

ABOUT THE AUTHOR

...view details