কলকাতা, 22 মে : নারদ কাণ্ডে ধৃত চার হেভিওয়েট নেতাকে শুক্রবার গৃহবন্দি থাকার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট । তবে তাঁদের মধ্যে তিনজনই এখন এসএসকেএমে চিকিৎসাধীন ৷ শুধুমাত্র ফিরহাদ হাকিম গতকাল প্রেসিডেন্সি জেল হাসপাতাল থেকে চেতলার বাড়িতে ফেরেন ৷ এদিকে, গৃহবন্দী থাকাকালীন আজ সকাল থেকে করোনা ও যশের মোকাবিলায় নানা বৈঠক করছেন তিনি ৷ বাড়ি ফেরার পর থেকে আজ সারাদিন বিভিন্ন প্রশাসনিক কাজকর্মে কেটেছে বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেশনের চেয়ারম্যান তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমের ।
আজ সকালে প্রথমে করোনা ও আসন্ন যশ ঘূর্ণিঝড় নিয়ে ভার্চুয়াল বৈঠক সারেন । এরপর বিকেল চারটের সময় তিনি আরও একটি বৈঠক করেন । আবার রাত 8টার সময় যশ ও কোভিড নিয়ে বৈঠক করার কথা ছিল তাঁর ৷ শুধু আজ নয়, বাড়ি ফেরার পর গতকালই তিনি একটি ভার্চুয়াল বৈঠক করেছিলেন ৷ ভার্চুয়াল বৈঠকের আলোচ্য বিষয়গুলি ছিল, শহরে আরও বেশি সংখ্যায় করোনার টিকাকরণ করা, স্যানিটাইজ়েশন ও করোনায় মৃতদেহগুলিকে সঠিকভাবে সৎকার করা ৷ এসব বিষয়ে আধিকারিকদের একাধিক নির্দেশ তিনি দিয়েছেন ৷ শুধু করোনা মোকাবিলা নয়, পাশাপাশি আসন্ন ঘূর্ণিঝড় যশ নিয়েও একগুচ্ছ পরামর্শ দিয়েছেন পরিবহণ মন্ত্রী ৷
করোনা-যশ মোকাবিলায় আজ একের পর এক বৈঠক ফিরহাদের - Firhad hakim meeting in house arrest
আজ সকালে প্রথমে করোনা ও আসন্ন যশ ঘূর্ণিঝড় নিয়ে ভার্চুয়াল বৈঠক সারেন । এরপর বিকেল চারটের সময় তিনি আরও একটি বৈঠক করেন । আবার রাত 8টার সময় যশ ও কোভিড নিয়ে বৈঠক করার কথা ছিল তাঁর ৷ শুধু আজ নয়, বাড়ি ফেরার পর গতকালই তিনি একটি ভার্চুয়াল বৈঠক করেছিলেন ৷
![করোনা-যশ মোকাবিলায় আজ একের পর এক বৈঠক ফিরহাদের করোনা-যশ মোকাবিলায় আজ একের পর এক বৈঠক ফিরহাদের](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-11858795-thumbnail-3x2-jdjd.jpg)
আরও পড়ুন,জেল-হাসপাতাল কাটিয়ে বাড়ি ফিরলেন ফিরহাদ
কোর্টের নির্দেশ মতো তিনি গৃহবন্দি থাকলেও তার সঙ্গে কে দেখা করতে আসছেন, কেন আসছেন এবং তিনি কাদের সঙ্গে বৈঠক করছেন এই সবকিছু একটি খাতায় নথিভুক্ত করে রাখতে হবে । এছাড়াও তাঁর বাড়ির বিভিন্ন জায়গায় বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা ৷ তাঁর সমস্ত গতিবিধির উপর নজর রাখার জন্যেই এই ব্যবস্থা ৷ এছাড়াও রয়েছে পুলিশি প্রহরা ৷ আগামী সোমবার ফের নারদ কাণ্ডের মামলার শুনানি হবে ।
আজ ফিরহাদ হাকিমের আইনজীবী নীলাদ্রি ভট্টাচার্য তাঁর সঙ্গে দেখা করতে আসেন । মনে করা হচ্ছে, সুপ্রিম কোর্টে তাঁদের তরফে যে ক্যাভিয়েট করা হয়েছে, সেই বিষয়ে আলোচনা করতেই আজ তিনি ফিরহাদ হাকিমের সঙ্গে দেখা করতে আসেন ৷