পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কোরোনা পরিস্থিতি নিয়ে রিভিউ মিটিং-এ ফিরহাদ হাকিম - wb_kol_01_kmc_corona_meeting_7203415_vis

আজ কলকাতা পৌরনিগমের সদরদপ্তরে কোরোনা পরিস্থিতি নিয়ে রিভিউ মিটিং-এ বসেন বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর চেয়ারম্যান । বৈঠকের শেষে তিনি জানান, কলকাতায় এখনও কোরোনা সংক্রমণ ঘটে চলেছে ।

firhad hakim did review meeting on corona outbreak in kolkata
কোরোনা পরিস্থিতি নিয়ে রিভিউ মিটিং-এ ফিরহাদ হাকিম

By

Published : May 25, 2020, 8:32 PM IST

কলকাতা, 25 মে : কলকাতায় নতুন করে কোরোনার সংক্রমণ বৃদ্ধি পেয়েছে কয়েকটি এলাকায় । একদিকে যেমন বড়বাজার, রাজাবাজার এলাকায় সংক্রমণ কমেছে ৷ তেমন কলকাতার অন্যান্য অংশে নতুন করে কোরোনা সংক্রমণ ধরা পড়েছে ৷ জানালেন কলকাতা পৌর নিগমের বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর চেয়ারম্যান ফিরহাদ হাকিম । খিদিরপুর মেটিয়াবুরুজ কালীঘাট চেতলা বিভিন্ন এলাকায় নতুন করে সংক্রমণের ঘটনা ধরা পড়েছে । আজ কলকাতা পৌরনিগমের সদরদপ্তরে কোরোনা পরিস্থিতি নিয়ে রিভিউ মিটিং-এ বসেন বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর চেয়ারম্যান । বৈঠকের শেষে তিনি জানান, কলকাতায় এখনও কোরোনা সংক্রমণ ঘটে চলেছে ।

কলকাতায় প্রতিদিনই নতুন নতুন জায়গা থেকে কোরোনা সংক্রমণের ঘটনা উঠে আসছে । ফিরহাদ হাকিম জানিয়েছেন, "কলকাতা পৌরনিগম ও রাজ্য সরকার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে এই সংক্রমণ প্রতিরোধ করতে । প্রতিদিনই 10000 পরীক্ষা করা হচ্ছে ৷ তার মধ্যে সিংহভাগ পরীক্ষাই করা হচ্ছে কলকাতা শহরে । সেই সঙ্গে কলকাতায় যেসব অঞ্চলে সংক্রমণের ঘটনা বেশি উঠে আসছে সেগুলোকে চিহ্নিত করে মাইক্রো প্লানিং-এর মাধ্যমে প্রতিরোধ করার চেষ্টা করা হচ্ছে । বিভিন্ন এলাকায় পৃথক পৃথক মাইক্রো প্লানিং করে সংক্রমণ প্রতিরোধ করা হচ্ছে । কলকাতায় এমন বহু অঞ্চল রয়েছে যেখানে সংক্রমণের ঘটনা ছিল না ৷ কিন্তু আজ নতুন করে সংক্রমণ ধরা পড়েছে কলকাতার বহু এলাকায় । বিগত কয়েকদিন ধরে বড়বাজার এলাকায় সংক্রমণের ঘটনা বেশি ঘটেছে । তবে এখন সংক্রমণের ঘটনা কমে এসেছে বড়বাজার এলাকায় । এখন নতুন করে কলকাতার অন্যান্য জায়গায় সংক্রমণের ঘটনা ধরা পড়ছে । এছাড়াও সুপার সাইক্লোন আমফানের জন্য কোরোনার সংক্রমণ প্রতিরোধ করার কাজ সাময়িক বিঘ্নিত হয়েছিল । কিন্তু আজ থেকে আবার গুরুত্বর সঙ্গে কোরোনা সংক্রমণ প্রতিরোধ করার কাজ শুরু করে দেওয়া হয়েছে । "

অবস্থা কিছুটা স্বাভাবিক হতেই ফের ঝাঁপিয়ে পড়ে কোরোনা সংক্রমণ প্রতিরোধ করার কাজ শুরু করে দিয়েছে কলকাতা পৌরনিগম । নতুন করে সংক্রমিত এলাকাগুলিতে একদিকে যেমন জীবাণুনাশক স্প্রে করা হচ্ছে ৷ তেমনই এলাকায় গিয়ে ওষুধ খাওয়ানোর কাজও করছে কলকাতা পৌরনিগম । আজ ফিরহাদ হাকিম বলেন, দেশের অন্যান্য শহরের থেকে কলকাতার অবস্থা ভাল । তবে নতুন করে কোরোনার সংক্রমণের ঘটনা ধরা পড়ছে ৷

ABOUT THE AUTHOR

...view details