পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

'সন্দেশখালির থেকেও বড় বিলকিস বানোর ঘটনা', কেন্দ্র ও রাজ্যপালকে তোপ ফিরহাদের - ফিরহাদ হাকিম

Firhad Hakim: সন্দেশখালির ঘটনার থেকেও বড় বিলকিস বানোর ঘটনা ৷ বললেন ফিরহাদ হাকিম ৷ এ প্রসঙ্গে তিনি কেন্দ্র ও রাজ্যপালের বিরুদ্ধে তোপ দেগেছেন ফিরহাদ হাকিম ৷

ETV BHARAT
ETV BHARAT

By ETV Bharat Bangla Team

Published : Jan 10, 2024, 5:37 PM IST

Updated : Jan 10, 2024, 7:26 PM IST

কেন্দ্র ও রাজ্যপালকে তোপ ফিরহাদের

কলকাতা, 10 জানুয়ারি:সন্দেশখালিকাণ্ডের থেকেও বড় বিলকিস বানোর ঘটনা ৷ তবে তা নিয়ে কেউ সরব নয় ৷ বললেন রাজ্যের পৌর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম ৷ এ প্রসঙ্গে কেন্দ্রের বিজেপি সরকার ও রাজ্যপালকে একহাত নেন তিনি ৷

সন্দেশখালিতে তল্লাশি অভিযানে গিয়ে ইডি আধিকারিকদের আক্রান্ত হওয়ার ঘটনায় ইতিমধ্যেই রাজ্যের মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব ও ডিজি-কে তলব করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস । এই নিয়ে আবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকও রাজ্যের কাছে রিপোর্ট তলব করেছে । সে প্রসঙ্গেই কেন্দ্রীয় সরকার ও রাজ্যপালকে তীব্র ভাষায় আক্রমণ করলেন রাজ্যের পৌর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম ।

তিনি বলেন, এই ঘটনার থেকেও অনেক বড় ঘটনা বিলকিস বানোর । সেটা নিয়ে কারও কোনও হইচই নেই । মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র বলেছেন ৷ ফিরহাদের কথায়, "স্বরাষ্ট্রমন্ত্রক অমন রিপোর্ট রোজ চায় । রোজ দেওয়া হয় । ওরা চায় আমরা দিয়ে দিই । আমরা কোনও অন্যায় করি না । অন্যায় প্রশ্রয় দিই না ।" রাজ্যপালের তলব করা নিয়ে ফিরহাদ বলেন, "তাঁকে তো এসব করতে হবে ৷ তিনি তো উত্তরপ্রদেশ নিয়ে বলতে পারবেন না ।"

এর পরেই ফিরহাদ বলেন, "যে কোনও অন্যায় ঘটনা আমরা সমর্থন করি না । কিন্তু তার থেকে অনেক বড় ঘটনা বিলকিস বানোর ঘটনা । যেখানে গণধর্ষণে অভিযুক্তদের বিজেপি সরকার ছেড়ে দিল ৷ সুপ্রিম কোর্ট থেকে আটকাতে হল ৷ সেই ব্যাপারে কেউ আওয়াজ তুলল না । একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় আওয়াজ তুলেছেন । মহিলাদের কাছে বেদনাদায়ক ধর্ষকদের যে ভাবে গায়ের জোরে বিজেপি সরকার ছেড়ে দিয়েছিল, এখানে এমন হলে হইহই হয়ে যেত । সুপ্রিম কোর্ট ছিল বলে সেই অভিযুক্তদের ফের জেলে যেতে হবে । কোনও অফিসারের মাথা ফাটানো সমর্থন করি না ৷ তবে তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ এই ঘটনা । নরেন্দ্র মোদির রাজ্যে কীভাবে এমন হয় । সুপ্রিম কোর্টকে ধন্যবাদ । তারা নারীর সম্মান ফিরিয়ে দিয়েছেন ।"

প্রসঙ্গত, সামনেই লোকসভা নির্বাচন ৷ আর রাজনৈতিক মহলের মতে, লোকসভাকে পাখির চোখ করেই ফের জেলায় জেলায় সফরে যাচ্ছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । এ প্রসঙ্গে প্রশ্ন করা হলে ফিরহাদ বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায় নিয়মিত ভাবেই জেলাগুলিতে প্রশাসনিক বৈঠক করতে যান । লোকসভার জন্য যাচ্ছেন তেমন নয় । লোকসভা নিয়ে দল প্রস্তুত ।"

আরও পড়ুন:

  1. সন্দেশখালির ঘটনায় পুলিশি এফআইআরের বিরুদ্ধে হাইকোর্টে ইডি
  2. তৃণমূলকে বিশ্বাস করে না বলেই গঙ্গাসাগর মেলায় কেন্দ্র টাকা দেয় না, মমতার অভিযোগের পালটা দিলীপের
  3. সন্দেশখালিতে ইডি আধিকারিকদের উপর হামলা নিয়ে রাজ্য সরকারের রিপোর্ট চাইল কেন্দ্র
Last Updated : Jan 10, 2024, 7:26 PM IST

ABOUT THE AUTHOR

...view details