কলকাতা, 22 মে : শুক্রবার সন্ধ্যায় প্রেসিডেন্সি জেল থেকে পুলিশের গাড়িতে চেতলায় নিজের বাড়ি ফিরেছেন ফিরহাদ হাকিম ৷ বাড়ি ফিরলেও তাঁকে থাকতে হবে গৃহবন্দী ৷ এমন পরিস্থিতিতে ঘরে বসেই করোনা মোকাবিলা নিয়ে বৈঠক সারলেন রাজ্যের পরিবহণ মন্ত্রী ৷ কাল রাতেই কলকাতা পৌরনিগমের মুখ্য স্বাস্থ্য আধিকারিক, পেপটাইজেশন বিভাগীয় ভারপ্রাপ্ত আধিকারিকবৃন্দের সঙ্গে জরুরি ভার্চুয়াল বৈঠক সারলেন তিনি ৷
হাইকোর্টের নির্দেশ মেনে গৃহবন্দী থেকেই কলকাতাবাসীকে করোনার দুর্ভোগ থেকে রেহাই দিতে জরুরি বৈঠক করেন মন্ত্রী ফিরহাদ ৷ ভার্চুয়াল বৈঠকের আলোচ্য বিষয়গুলি ছিল- শহরে আরও বেশি সংখ্যায় করোনার টিকাকরণ করা, স্যানিটাইজ়েশন ও করোনায় মৃত দেহগুলিকে সঠিকভাবে সৎকার করতে হবে ৷ এসব বিষয়ে আধিকারিকদের একাধিক নির্দেশ তিনি দিয়েছেন ৷ শুধু করোনা মোকাবিলা নয়, পাশাপাশি আসন্ন ঘূর্ণিঝড় যশ নিয়েও একগুচ্ছ পরামর্শ দিয়েছেন পরিবহণ মন্ত্রী ৷