কলকাতা, 18 জুন: 'অগ্নিপথ প্রকল্প' (Agnipath Scheme) ঘোষণার পর থেকেই দেশজুড়ে ছড়িয়েছে অশান্তি ৷ বিক্ষোভের আগুনে জ্বলছে ট্রেন, বাস ৷ বহু সরকারি ও বেসরকারি সম্পত্তি নষ্ট করা হয়েছে ৷ যুব সমাজের ক্ষোভ আছড়ে পড়ছে রাজপথে ৷ এমনই একটি সময় অগ্নিপথের সমর্থনে রাস্তায় নামতে চলেছে রাজ্য বিজেপি ৷ স্থির হয়েছে, আগামী 25 জুন থেকে এই পালটা আন্দোলন শুরু করা হবে ৷ গেরুয়া শিবিরের এই উদ্যোগকে কড়া ভাষায় আক্রমণ করেছেন রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim) ৷ বিজেপি-এর প্রস্তাবিত এই আন্দোলনকে 'গাধা দলের গাধা আন্দোলন' বলে কটাক্ষ করেছেন তিনি ৷
প্রসঙ্গত, এদিন বিজেপি নেতা দিলীপ ঘোষ বলেন, বিভিন্ন জায়গায় যেভাবে ভাঙচুর চালানো হচ্ছে, সরকারি সম্পত্তির ক্ষতি করা হচ্ছে, তার ক্ষতিপূরণ রাজ্যের সরকারকেই করতে হবে ৷ এই নিয়ে প্রশ্ন করা হলে ফিরহাদ বলেন, "বর্তমান পরিস্থিতির জন্য কেন্দ্রীয় সরকার এবং তাদের ভুল নীতিই দায়ী ৷ তাহলে রাজ্য সরকার কেন এসবের দায় নেবে ? তাছাড়া, সবথেকে বেশি প্রতিবাদ হচ্ছে বিহার, উত্তরপ্রদেশের মতো বিজেপি শাসিত রাজ্য়ে ৷ এখানে প্রতিবাদ হলেও হিংসার ঘটনা ঘটেনি ৷ তাহলে রাজ্য সরকার কেন ক্ষতিপূরণ দেবে !"