কলকাতা, 5 নভেম্বর:পশ্চিমবঙ্গের ভারপ্রাপ্ত রাজ্যপাল লা গণেশনের (La Ganesan) আমন্ত্রণে সাড়া দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee) চেন্নাই গেছিলেন । সেই প্রসঙ্গেই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) মন্তব্য করেন, "কে কোথায় যাচ্ছে সব নজর রাখছি । মুখ্যমন্ত্রীকে আচার্য হতে দেব না । রাজ্যপালকে চিঠি দিয়ে দেখা করতে যাব ।" আর সেই প্রসঙ্গেই শুভেন্দুকে পালটা জবাব দিলেন রাজ্যের মন্ত্রী ও তৃণমূলের বর্ষীয়ান নেতা ফিরহাদ হাকিম (Firhad Hakim) ।
চিত্তরঞ্জন দাশের জন্মবার্ষিকীতে কেওড়াতলা মহাশ্মশানে শ্রদ্ধা জানান ফিরহাদ চিত্তরঞ্জন দাশের জন্মবার্ষিকীতে (Chittaranjan Das) আজ কেওড়াতলা মহাশ্মশান শ্রদ্ধা জানাতে যান ফিরহাদ ৷ সেখান থেকেই সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, "শুভেন্দু অধিকারী অনেকটা গায়ে মানে না আপনি মোড়ল হয়েছেন। রাজ্যের রাজ্যপালের সঙ্গে মুখ্যমন্ত্রীর সম্পর্ক ভালো থাকবে, সৌজন্য বজায় থাকবে, এটাই হওয়া উচিত ।
ফিরহাদ আরও বলেন, "যে রাজ্যপাল কাজের বদলে মুখ্যমন্ত্রীকে টাইট দিতে আসবেন এবং শুভেন্দু অধিকারীর কথা শুনে চলবেন, তিনি ভালো ৷ আর যিনি শুভেন্দুর কথা শুনে সেটা করবেন না, তিনি খারাপ ৷ এটা হয় না । আমরা বাংলায় উন্নয়নের রাজনীতি করব । বিজেপির সঙ্গে রাজনৈতিক মতাদর্শগত লড়াই করে তাদেরকে ক্ষমতাচ্যুত করার চেষ্টা করব । শুভেন্দু উন্নয়ন ছেড়ে শুধু রাজনীতি করতে চাইছে । এটা বাংলার মানুষ মেনে নেবে না ।"
রাজ্যপাল-মমতা সাক্ষাৎ নিয়ে শুভেন্দুকে কটাক্ষ ফিরহাদের আরও পড়ুন:লা গণেশনের বাড়ির অনুষ্ঠানে ছেন্দা বাজালেন মমতা
উল্লেখ্য, রাজ্যের আইনশৃঙ্খলা থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের আচার্যের ক্ষমতা সব বিষয় রাজ্যপাল জগদীপ ধনকরের সঙ্গে রাজ্যের সরকারের বিবাদ প্রকাশ্যে আসে । আচার্য পদ থেকে রাজ্যপালকে সরিয়ে মুখ্যমন্ত্রীকে করার সিদ্ধান্ত নেয় তৃণমূল সরকার । সেই উদ্দেশ্য নিয়ে বিলও তৈরি করে । তবে সেই বিল এখন বর্তমানে রাজ্যপালের কাছেই জমা রয়েছে ।