কলকাতা, 12 ডিসেম্বর: সম্প্রতি রাজ্য-রাজনীতিতে বারবার আলোচিত হয়েছে 'ডিসেম্বর ডেডলাইন'-এর কথা ৷ শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষদের মতো রাজ্য বিজেপি নেতৃত্বের মুখে বারবার শোনা গিয়েছে ডিসেম্বরের কথা ৷ যার মোদ্দা কথা হল চলতি মাসে বড় বিপদে পড়তে পারে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস ৷ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্রায় হুঙ্কারের সুরে জানিয়েছিলেন ডিসেম্বরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার আর থাকবে না । সম্প্রতি তাঁর মুখে শোনা গিয়েছিল ডিসেম্বরের 12,14 ও 21 এই তিনটি তারিখের কথাও ৷ এই প্রসঙ্গে এবার শুভেন্দুকে তীব্র কটাক্ষ করলেন রাজ্যের মন্ত্রী তথা তৃণমূল নেতা ফিরহাদ হাকিম (Firhad Hakim criticises Suvendu Adhikari) ৷
সোমবার হাজরার সভা থেকে শুভেন্দু অধিকারী তাঁর দেওয়া ডিসেম্বর ডেডলাইন নিজেই বদলে দেন ৷ জানান, 13 জানুয়ারির মধ্যে বড় ইঁদুর ধরা পড়বে ৷ এদিন শুভেন্দু নিজেই স্পষ্ট করে জানিয়েছেন, তৃণমূল ভাঙিয়ে সরকার ফেলার কোনও ইচ্ছা বিজেপির নেই । রাজ্য সরকারি কর্মীদের ডিএ মামলা ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মামলা প্রসঙ্গে তিনি ওই তারিখগুলির কথা উল্লেখ করেছিলেন (Firhad Hakim criticises Suvendu Adhikari on december deadline issue) ৷