কলকাতা, 30 জুন:শিক্ষা দুর্নীতির তদন্তে ডাক পড়েছে তৃণমূলের যুব নেত্রী সায়নী ঘোষের । পঞ্চায়েত নির্বাচনের আগে যখন জোরকদমে প্রচার চলছে ঠিক তখনই ভোটের মুখে দলের নেতাদের কেন্দ্রীয় এজেন্সির ডাক নিয়ে তীব্র কটাক্ষ করলেন তৃণমূল শীর্ষ নেতা ও মন্ত্রী ফিরহাদ হাকিম । বিজেপি নেতৃত্বাধীন সরকারের এটাই স্টাইল এইরকমই মন্তব্য করলেন ফিরহাদ ।
শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য ইডি দফতরে তৃণমূল কংগ্রেস নেত্রী সায়নী ঘোষকে ডেকে পাঠানো হয়েছে । সূত্রের খবর, মূলত শাসকদলের বহিষ্কৃত যুব নেতা গ্রেফতার হওয়ায় কুন্তল ঘোষের সঙ্গে সায়নীর ফোনের চ্যাট সম্পর্কে জিজ্ঞাসাবাদ করতেই ডেকে পাঠানো হয়েছে সায়নীকে । সেই জিজ্ঞাসাবাদ প্রসঙ্গে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে কটাক্ষ করেছেন মন্ত্রী ফিরহাদ হাকিম ।
এছাড়াও কেন্দ্রীয় বাহিনী প্রসঙ্গে মেয়র বলেন, "কোর্টের অর্ডারে কমিশন কেন্দ্রীয় বাহিনী চেয়েছে । আগামী দিনে কেন্দ্রীয় বাহিনী না পাঠালে কমিশনকে নয় কোর্টকে অবজ্ঞা করা হবে । আমরা চাই শান্তিপূর্ণভাবে নির্বাচন হোক । নিশ্চিতভাবে মানুষ ভোট দেবে রাজ্যের শাসক দলের প্রার্থীদেরই । 2021-এর মত চারিদিকে তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা জয়যুক্ত হবেন ।"