কলকাতা, 22 মে: ঘূর্ণিঝড় যশ মোকাবিলা করতে পৌরনিগম তৎপর । কলকাতা পৌরনিগমের মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম বাড়িতে বসেই ভার্চুয়ালি বৈঠক করলেন কলকাতা পৌরনিগমের প্রশাসকমণ্ডলীর সদস্য ও পুর আধিকারিকদের সঙ্গে । ভার্চুয়াল বৈঠকে গত বছরে আমফানের থেকে শিক্ষা নিয়ে এবছর বিপর্যয় মোকাবিলায় আগাম ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন তিনি । শহরের জল জমা, গাছ পড়া, ল্যাম্পপোস্ট-সহ বিভিন্ন বিষয়ে নিয়ে এদিন আলোচনা করেন ভার্চুয়াল বৈঠকে । বৈঠকের শেষে কলকাতা পৌরনিগমের প্রশাসকমণ্ডলীর সদস্য দেবাশিস কুমার জানিয়েছেন, ইতিমধ্যেই কলকাতা পৌরনিগম যা যা ব্যবস্থা নিয়েছে সেগুলো পুর প্রশাসককে জানানো হয়েছে ৷ ভার্চুয়াল বৈঠকে উনি বেশ কিছু পরামর্শ দিয়েছেন । সেগুলিকে একসঙ্গে নিয়েই কলকাতা পৌরনিগম বিপর্যয় মোকাবিলা করবে ।
শনিবারের ভার্চুয়াল বৈঠকে পুর প্রশাসক ফিরহাদ হাকিম কলকাতার ষোলটি বরোর দায়িত্ব এক-একজন প্রশাসকমণ্ডলীর সদস্যদের ভাগ করে দিয়েছেন । দেবাশিস কুমার জানিয়েছেন, পুর প্রশাসক ফিরহাদ হাকিম ল্যাম্পপোস্ট নিয়েও আগাম নির্দেশ দিয়েছেন । সিইএসসি ও পৌরনিগমের বিদ্যুৎ বিভাগের কর্মীরা যৌথভাবে পরিদর্শন করবেন । আমফানের সময় যে সমস্যা হয়েছিল এবার যাতে সেই সমস্যাগুলো এড়ানো যায় তার জন্যই আগাম ব্যবস্থা নেওয়া হবে ।
জমা জল নিয়েও এদিনের বৈঠকে আলোচনা হয় । প্রত্যেকটি ওয়ার্ডের পাম্পিং স্টেশনগুলি সচল থাকবে । যেসব এলাকায় জল জমার সমস্যা রয়েছে সেইসব এলাকায় জল নামানোর জন্য অতিরিক্ত পাম্প ব্যবহার করা হবে । আমফানে বিদ্যুতের তার ছিড়ে যাওয়ার ফলে পানীয় জলের সমস্যা তৈরি হয়েছিল । সেই সমস্যা যাতে এবার না হয় তার জন্যই জেনারেটর রাখা হবে । জেনারেটর ব্যবহার করে যাতে সঠিকভাবে পানীয় জলের সমস্যা দূর করা যায় তার জন্য আগাম ব্যবস্থা নেওয়া হয়েছে ।