পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

করোনা ঠেকাতে ওয়ার্ড কো-অর্ডিনেটরদের নিয়ে জরুরি বৈঠক ফিরহাদের

ভোটের ফলাফল ঘোষণার পরই মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানান, এখন কোভিড মোকাবিলা করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ৷ সেই অনুযায়ী কাজ চালাচ্ছে তাঁর সরকার ৷ রাজ্যের বিদায়ী পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম গতকালই কলকাতায় অক্সিজেন পার্লার চালু করেন ৷ জানান, মমতা বন্দ্যোপাধ্যায়ের কথামতো করোনার মোকাবিলাই এখন প্রথম ও প্রধান কাজ ৷ মঙ্গলবার তারই দ্বিতীয় পদক্ষেপ হিসাবে কলকাতা পৌরনিগমের তরফে একটি জরুরি বৈঠক করলেন সমস্ত ওয়ার্ড কো-অর্ডিনেটরদের নিয়ে ৷ জানালেন, এই দফায় করোনা জোরালো হয়েছে ৷ কোভিড মোকাবিলাই এখন প্রধান কাজ ৷ এই লড়াইয়ে সবাইকে এগিয়ে আসতে হবে ।

কলকাতা পৌরনিগমে জরুরি বৈঠক ফিরহাদের ৷
কলকাতা পৌরনিগমে জরুরি বৈঠক ফিরহাদের ৷

By

Published : May 4, 2021, 5:39 PM IST

কলকাতা, 4 মে: কোভিড মোকাবিলায় জরুরি বৈঠক করলেন বিদায়ী পুর ও নগরোন্নয়ন মন্ত্রী তথা মেয়র ফিরহাদ হাকিম ৷ মঙ্গলবার বিকেলে ওয়ার্ড কো-অর্ডিনেটরদের নিয়ে বৈঠকে বসেন তিনি ৷ কলকাতা পৌরনিগমে এই বৈঠক সারেন তিনি ৷

গতকাল অর্থাৎ সোমবার কলকাতায় রাজ্যের প্রথ অক্সিজেন পার্লার চালু করেছেন ফিরহাদ হাকিম ৷ গত 2 তারিখ নির্বাচনের ফল ঘোষণার পরই মমতা বন্দ্যোপাধ্যায় সংবাদমাধ্যমের সামনে যে বক্তব্য রাখেন, তাতে করোনা মোকাবিলার বিষয়টিই প্রাধান্য পায় ৷ রাজ্যে কোভিড পরিস্থিতির জন্য শাসকদলের বিজয় মিছিল বন্ধ রাখা হয়েছে ৷ নেত্রী কথা দেন, করোনার প্রকোপ কমলেই বিজয় উৎসব করা হবে ব্রিগেডে ৷ আপাতত রাজ্য সরকার যে করোনার মোকাবিলাকেই প্রাধান্য দিচ্ছে সেটা পরিষ্কার ৷ সোমবার কলকাতায় 25টি শয্যা নিয়ে চালু হয়েছে অক্সিজেন পার্লার ৷ পরবর্তীতে তার শয্যা সংখ্যা বাড়ামনো হবে বলে জানান ফিরহাদ হাকিম ৷ শহরে আরও অক্সিজেন পার্লার এবং সেফহোম তৈরি করা হবে বলেও জানান তিনি ৷ এই মিশনের পরবর্তী পদক্ষেপ হিসাবেই মঙ্গলবার কলকাতা পৌরনিগমে ওয়ার্ড কো-অর্ডিনেটরদের নিয়ে জরুরি বৈঠক সারেন বিদায়ী পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ৷

এদিন বৈঠকে ফিরহাদ জানান, এই দফায় করোনা জোরালো হয়েছে ৷ কোভিড মোকাবিলাই এখন প্রধান কাজ ৷ এই লড়াইয়ে সবাইকে এগিয়ে আসতে হবে । সব অ্যাম্বুলেন্সে অক্সিজেনের ব্যবস্থা করা হবে বলে জানান তিনি ।

তিনি আরও জানান, মৃতদেহ সংগ্রহ করার দায়িত্ব পুরসভারই ৷ এক্ষেত্রে করোনা টেস্টের জন্য দেহ উদ্ধারে দেরি করা হবে না ৷ টেস্টের পর যদি দেখা যায় মৃতের দেহে করোনার ভাইরাস পাওয়া যায়নি তাহলে দেহ পরিবারকে হস্তান্তর করা হবে এবং প্রথা মেনে সৎকারের ক্ষেত্রে কোনও সমস্যা থাকবে না ৷

আরও পড়ুন: কলকাতায় শুরু হল রাজ্যের প্রথম অক্সিজেন পার্লার

ABOUT THE AUTHOR

...view details