পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Firhad Hakim: কে চাকরি পেয়েছে, তার দায় আমার নয়, পৌর নিয়োগ দুর্নীতিতে মন্তব্য ফিরহাদের - Firhad Hakim

কে চাকরি পেয়েছে, আর কে চাকরি পায়নি, তার দায় আমার নয় ৷ পৌর নিয়োগ দুর্নীতি নিয়ে মন্তব্য মন্ত্রী ফিরহাদ হাকিমের ৷

Firhad Hakim
ফিরহাদ হাকিম

By

Published : Apr 26, 2023, 10:09 PM IST

কলকাতা, 26 এপ্রিল: স্কুলে নিয়োগে দুর্নীতি থেকে পৌরসভায় বেআইনি নিয়োগের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে ৷ সেই নিয়োগ দুর্নীতিতে নাম জড়িয়েছে কামারহাটি, টিটাগড়-সহ রাজ্যের একাধিক পৌরসভার ৷ এই নিয়ে রাজ্যের পৌর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, "কে চাকরি পেয়েছে, আর কে চাকরি পায়নি, তার দায় আমার নয় ।"

ইতিমধ্যে নিয়োগ দুর্নীতি নিয়ে অস্বস্তিতে পড়েছে রাজ্যের শাসকদল ৷ একের পর এক তৃণমূল নেতা, মন্ত্রী ও ঘনিষ্ঠদের নাম জড়াচ্ছে তাতে ৷ সম্প্রতি শিক্ষক নিয়োগ দুর্নীতিতে অয়ন শীলকে গ্রেফতার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷ আর সেই তদন্ত করতে গিয়েই একাধিক পৌরসভার নিয়োগে দুর্নীতির তথ্য তদন্তকারীদের হাতে এসেছে ৷ ইডির দাবি, কামারহাটি, টিটাগর-সহ রাজ্যের একাধিক পৌরসভায় বেআইনি নিয়োগ হয়েছে । ইতিমধ্যেই তদন্তকারীরা আদালতে জানিয়েছে, কয়েকশো কোটি টাকা তোলা হয়েছে পৌরসভার নিয়োগ দুর্নীতি থেকে ।

আদালতের নির্দেশে ইতিমধ্যেই অভিযোগ দায়ের করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা । বিভিন্ন পৌরসভার নাম সামনে এসেছে যেখানে এই অয়ন শীলের সংস্থার কোম্পানি নিয়োগ করেছে । সেই সম্পর্কেই এবার দুর্নীতির সঙ্গে তার কোনও যোগাযোগ নেই সেই কথাই স্পষ্ট করে দিলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম । এদিন এই প্রসঙ্গে তিনি বলেন, "বেকার কথাবার্তা বলছে । কে চাকরি পেয়েছে, কে চাকরি পায়নি, তার দায় আমার নয় । গুজরাতের এনআইটিতে খুব ভালো ফল করেছে । তার মানে কী নরেন্দ্র মোদি আছে বলে গুজরাত ভারত সেরা হল ! এসব কথার কোন মানে নেই ।"

উল্লেখ্য, পৌর নিয়োগ দুর্নীতির অভিযোগ উঠতেই পৌর ও নগরোন্নয়ন দফতর অভ্যন্তরীণ অডিট করার নির্দেশ দিয়েছে । কোন পৌরসভায় কত স্থায়ী কর্মী কাজ করেন, কবে কাজে যুক্ত হয়েছেন, কীভাবে হয়েছেন, সেই সব তথ্যের সঙ্গেই কোনও দুর্নীতি হয়েছে কি না, নিয়োগ সংক্রান্ত তথ্য জোগাড় করতে বলা হয়েছে । 2011 সালের পর থেকে মূলত নিয়োগ সম্পর্কেই তথ্য নেওয়া হচ্ছে বলেই খবর পৌর ও নগরোন্নয়ন দফতর সূত্রে ।

আরও পড়ুন:ইডির নজরে রাজ্যের একাধিক পৌরসভা, তদন্ত শুরুর পথে কেন্দ্রীয় সংস্থা

ABOUT THE AUTHOR

...view details