কলকাতা, 23 নভেম্বর: "এই পুলিশ গুলি চালায় না, বামফ্রন্টের পুলিশ আমাদের উপর গুলি চালিয়েছিল ৷ এর ফলে 13টি প্রাণ গিয়েছিল । আন্দোলন করুন কিন্তু বিশৃঙ্খলা কেন ? ব্যারিকেড ভাঙবেন, পুলিশকে মারবেন, আর পুলিশ বাধা দেবে না ?" আজ বামেদের ডিএ (Dearness Allowance) নিয়ে বিধানসভা অভিযান প্রসঙ্গে এমনই মন্তব্য করলেন মন্ত্রী তথা মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim) ৷
বকেয়া মহার্ঘ্য ভাতা অর্থাৎ ডিএ (Dearness Allowance)-র দাবিতে এদিন সিপিএম প্রভাবিত রাজ্য কো-অর্ডিনেশন কমিটির বিধানসভা অভিযান ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে ধর্মতলায় রানি রাসমণি রোড । আন্দোলকারী সরকারি কর্মীদের লক্ষ্য় করে পুলিশকর্মীদের ঘুষি মারার অভিযোগ ওঠে । এই প্রসঙ্গেই এদিন মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, "এই পুলিশ গুলি চালায় না, বামফ্রন্টের পুলিশ আমদের উপর গুলি চালিয়েছিল ।" পাশাপশি তিনি বলেন, "আন্দোলন করুন কিন্তু বিশৃঙ্খলা নয় ।"
এদিন দুপুর থেকেই কো অর্ডিনেশন কমিটির ডাকে বিধানসভা অভিযান ঘিরে সরকারি কর্মচারীদের জমায়ের হতে শুরু করে ধর্মতলায় লেনিন মূর্তির পাদদেশে । সেখান থেকেই ত্রিস্তর নিরাপত্তা বলয় ভেঙে বিধানসভা মুখো হয় মিছিল । বামেদের মিছিল ঠেকাতে ছিল বিরাট পুলিশ বাহিনী । দীর্ঘ সময় ধরে চলে ধস্তাধস্তি । কর্মীদের টেনে হিচড়ে তোলা হয় পুলিশ ভ্যানে । সেখানেই আন্দোলনকারী কর্মীদের উপর ওঠে পুলিশের মারধরের অভিযোগ ।