পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Firhad Hakim: অপদার্থ কেন্দ্রীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী, মন্তব্য ক্ষুব্ধ ফিরহাদের - কলকাতা পৌরনিগম

ডেঙ্গি (Dengue) নিয়ে রাজ্যের ভূমিকার সমালোচনা করেছিলেন কেন্দ্রীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী ভারতী পাওয়ার ৷ তার পালটা প্রতিক্রিয়া দিতে গিয়ে ওই মন্ত্রীকে অপদার্থ বললেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim) ৷

Firhad Hakim calls Union health minister of state worthless
Firhad Hakim: অপদার্থ কেন্দ্রীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী, মন্তব্য ক্ষুব্ধ ফিরহাদের

By

Published : Nov 11, 2022, 7:25 PM IST

কলকাতা, 11 নভেম্বর: সল্টলেকে একটি অনুষ্ঠানে এসে কেন্দ্রীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী ভারতী পাওয়ার বলেন, ‘‘রাজ্য সরকার ডেঙ্গি (Dengue) নিয়ে তথ্য গোপন করছে । বাংলায় কত জন আক্রান্ত আমরা জানতে পারছি না । ডেঙ্গি রোধে টাকা দেওয়া হয়েছে, সেটার সঠিক ব্যবহার হচ্ছে না ।’’

এবার সেই প্রসঙ্গে বলতে গিয়ে মেজাজ হারালেন রাজ্যের মন্ত্রী ও কলকাতার মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim) । তিনি বলেন, ‘‘এই সব অপদার্থদের মন্ত্রী করে রেখে দিয়েছে । এঁরা কিছু জানেন না ৷ শুধু ভুল বলে এখানে বিজেপির (BJP) প্রচার করেন ।’’ তিনি আরও বলেন, ‘‘দুর্ভাগ্য হচ্ছে কেন্দ্রীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী যখন এখানে আসেন, তখন বিজেপির নেতা হয়ে কথা বলেন । কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রীর স্ট্যাটাসে যদি উনি এখানে আসতেন, তাহলে এই ধরনের কথা বলতেন না । এই কথা এখানকার বিজেপি নেতারা যেহেতু বাজার গরম করার জন্য বলছে, তারই প্রতিধ্বনি উনি করেছেন ।’’

এদিন তাঁর দাবি, ‘‘আমরা কোনও তথ্য কেন লুকাবো ? তথ্য লুকিয়ে লাভ কি আছে ? তথ্য লুকোলে কার সুবিধা হবে ? আমার এখানে যদি ডেঙ্গি হয় বা করোনা হয়, আমি লুকাতে যাব কেন ? বরং আমি যত বলব, তাতে ওনার কাছে ক্লেম করতে পারি আমার এখানে এত অসুস্থ হচ্ছে এইটার জন্য সাহায্য দাও । লুকাতে যাব কেন ? আমি কি পাগল ?’’

তিনি আরও বলেন, ‘‘ডেঙ্গি কি আমার ইচ্ছেতে এসেছে নাকি আমার অনিচ্ছাতে এসেছে । ভারতবর্ষ জুড়ে ডেঙ্গি হচ্ছে ৷ তাহলে এটা কি নরেন্দ্র মোদির (PM Narendra Modi) অপদার্থতায় হচ্ছে ।’’ করোনার উদাহরণ টেনে তিনি বলেন, ‘‘পৃথিবীতে করোনা এসেছিল উনি তো প্রথমে চেষ্টা করেছিলেন বাজনা বাজিয়ে, প্রদীপ জ্বালিয়ে করোনা বন্ধ করার ৷ উনি পারেননি ৷ তাহলে এটা কি ওনার অপদার্থতা ধরব ! উত্তরপ্রদেশের (Uttar Pradesh) মতো তো আমরা করিনি, গঙ্গায় লাশ ভাসিয়ে দিচ্ছে, সে তো আমরা কোনদিন করিনি । তা ডেঙ্গির বেলায় বা করতে যাব কেন ? ওই যারা লুকায় টুকায় তারা লুকানোর কথা বলে । আমার কি অন্যায় করেছি ?’’

এদিকে ডেঙ্গি সংক্রমণ বা মৃত্যুর ঘটনায় কিছুতেই লাগাম পরানো যাচ্ছে না রাজ্য়ে ৷ কলকাতাতেও পরিস্থিতি একই রকম ৷ এদিনও কলকাতার বাইপাসের একটি বেসরকারি হাসপাতালে এক যুবকের মৃত্যু হয়েছে । তিনি ডেঙ্গিতে আক্রান্ত হয়েছিলেন বলেই জানা গিয়েছে । তাঁর বাড়ি কলকাতা পৌরনিগমের (Kolkata Municipal Corporation) 103 নম্বর ওয়ার্ডে । আর এই পরিস্থিতিতে কেন্দ্রীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রীর মন্তব্যে রেগে গেলেন মেয়র ।

মেয়রের কথায়, ‘‘ডেঙ্গি হলে কি একার দায়িত্ব আমার । সিপিএমের (CPIM) সময় যখন এখানে বোর্ড ছিল বা সরকার ছিল তখন এখানে ডেঙ্গি হয়নি ? কেউ মারা যায়নি ? যেখানে বিজেপি সরকার আছে, সেখানে লোক মারা যায়নি ? এই সব অপদার্থদের মন্ত্রী করে রেখে দিয়েছে । তারা কিছু জানে না ফালতু কথা বলে এখানে বিজেপির প্রচার করতে আসে । এই প্রচার করে ঠেঙ্গা পাবে । কোনোদিনই বাংলায় আসতে পারবে না ।’’

আরও পড়ুন:কেন্দ্রকে ডেঙ্গির তথ্য দিচ্ছে না রাজ্য সরকার, অভিযোগ কেন্দ্রীয় মন্ত্রীর

ABOUT THE AUTHOR

...view details