কলকাতা, 9 এপ্রিল :মগরাহাটের মাগুরপুকুরে জোড়া খুন । প্রথমে গুলি, তারপর গলা কেটে খুনের অভিযোগ দুই যুবককে । আর এই খুনের ঘটনাকেই মন্ত্রী ফিরহাদ হাকিম গ্রাম্য ঝামেলা বললেন ৷ তাঁর মতে এর সঙ্গে কোনও রাজনৈতিক যোগ নেই (Firhad Hakim calls Magrahat Double Murder a rural dispute) ।
মগরাহাটে নিহত দু’জনের একজন সিভিক ভলেন্টিয়ার । আর একজন তাঁর বন্ধু বলে খবর । এই ঘটনা প্রকাশ্যে আসতেই বাসিন্দাদের মধ্যে উত্তেজনা তৈরি হয় । এই বিষয় ফিরহাদ বলেন, "এটা অত্যন্ত অন্যায় ব্যাপার । যতদূর আমি শুনেছি, এটা গ্রামীণ কোন ঝামেলা নিয়ে হয়েছে । এতে কোনও রাজনৈতিক বিষয় নেই । তবে অত্যন্ত দুঃখের । আমি আশা করব, পুলিশ কঠোরভাবে জায়গাটাকে নিয়ন্ত্রণে নেবেন ও দোষীরা শাস্তি পাবে।"
মগরাহাট খুনের ঘটনাকে গ্রাম্য ঝামেলা বললেন ফিরহাদ হাকিম ঝালদা ও পানিহাটি কাউন্সিলর খুন থেকে আনিস খান, রামপুরহাট গণহত্যা, এদিন মগরাহাট । একের পর এক খুনের ঘটনা প্রসঙ্গে ফিরহাদ এদিন বিরোধীদের কাঠগড়ায় তোলেন । তাঁর দাবি, "এটা একটা চক্রান্ত যার সঙ্গে আমার বিরোধী বন্ধুরা জড়িয়ে রয়েছে । সেটা দিনে দিনে আরও প্রমাণ হবে । বাংলার মানুষ অত্যন্ত শান্তিপূর্ণ । পুলিশ কঠোরভাবে ব্যবস্থা করছে । কংগ্রেস, সিপিএম, বিজেপিকে সাহায্য করার জন্য এগিয়ে যাচ্ছে । এদের করা মামলার অর্ডার নিয়ে বিজেপি চালিত সংস্থাগুলি তদন্ত না করে রাজনৈতিক স্বার্থ পূরণ করার ব্যবস্থা করেছে । এটা বিজেপি, সিপিএম ও কংগ্রেসের যৌথ খেলা চলছে । শুধু বাংলায় খুন হচ্ছে না সারা ভারতবর্ষে জুড়েই খুন হচ্ছে প্রত্যেকদিন । শুধু বাংলায় কিছু হলেই সেক্ষেত্রে গেল গেল রব ওঠে । আমাদের এখানে যে ঘটনা ঘটেছে তা অত্যন্ত দুঃখের । গ্রামীণ জায়গায় মারপিট খুনখারাপি কেউ সমর্থন করে না । কিন্তু সেটা নিয়ে বাংলায় যেভাবে চেঁচামেচি হয় অন্যান্য রাজ্যের এমনটা হয় না ।"
আরও পড়ুন : Magrahat Double Murder : সিভিক ভলান্টিয়ার ও তাঁর বন্ধুকে নৃশংস খুন, মগরাহাটে ধুন্ধুমার