কলকাতা, 5 অক্টোবর : "অর্জুন বলতে পারবে শার্প শুটার কে এনেছে" । মণীশ শুক্লা খুনের ঘটনায় এই মন্তব্য করলেন ফিরহাদ হাকিম ৷ তিনি প্রশ্ন তুললেন, মণীশ শুক্লা BJP ছেড়ে তৃণমূলে ফিরতে চাইছিলেন তার জন্যই কি তাঁকে হত্যা করা হয়েছে ? বলেন, "মণীশ শুক্লার হত্যা অত্যন্ত দুঃখজনক ঘটনা । মণীশের সঙ্গে আমার গভীর সম্পর্ক ছিল । তাঁর এভাবে মৃত্যু অপ্রত্যাশিত ছিল ।"
তিনি বলেন, "এই হত্যার পিছনে কারা রয়েছে তাদের সামনে নিয়ে আসা হোক । সত্য ঘটনা সকলের সামনে নিয়ে আসতে হবে । পুলিশ তদন্ত করছে ৷ পুলিশের উপর ভরসা রয়েছে ।"