কলকাতা , 13 ডিসেম্বর : দশ হাজার অস্থায়ী পৌর স্বাস্থ্যকর্মীকে এবার বেতন বৃদ্ধি ও অবসরকালীন সুযোগ-সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার । এই বিষয়ে কলকাতা পৌর নিগমের মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম জানিয়েছেন , আপাতত অর্থ মন্ত্রকের কাছে বিষয়টি বিচারাধীন রয়েছে । তাঁরা আর্থিক অনুদানের অপেক্ষায় রয়েছেন ।
শুক্রবার অর্থাৎ 11 ডিসেম্বর পৌর স্বাস্থ্যকর্মীরা নবান্ন অভিযানের ডাক দিয়েছিলেন । পৌর স্বাস্থ্যকর্মীদের দীর্ঘদিনের দাবি , তাঁদের বেতন বৃদ্ধি করতে হবে । অস্থায়ী কর্মীদের স্থায়ীকরণ করতে হবে । কর্মজীবন বাড়িয়ে 65 বছর পর্যন্ত করতে হবে । বর্তমানে এই স্বাস্থ্যকর্মীদের বেতন 3 হাজার 126 টাকা ।
আরও পড়ুন ,কলকাতা পৌরনিগম নির্বাচনের দিনক্ষণ জানাতে 7 দিন সময় সুপ্রিম কোর্টের
পৌর স্বাস্থ্যকর্মীরা ওয়ার্ডে ওয়ার্ডে একটি শিশুর জন্ম থেকে একটি মানুষের মৃত্যু পর্যন্ত তথ্য নথিভুক্তকরণ করেন । জন্মের পর শিশুদের সমস্ত টিকাকরণ করেন । বাড়ি বাড়ি গিয়ে পোলিয়ো খাওয়ানো , সেই সঙ্গে বাড়িতে বাড়িতে গিয়ে ডেঙ্গু , ম্যালেরিয়া স্প্রে করার কাজ করেন তাঁরা । কোরোনা পরিস্থিতিতে জীবাণুনাশক স্প্রে করা থেকে বাড়ি বাড়ি গিয়ে তথ্য নথিকরণ করেছেন । এই অস্থায়ী কর্মীরা তাঁদের দাবি নিয়ে ফিরহাদ হাকিমের কাছে আবেদন জানান । এই বিষয়ে ফিরহাদ হাকিম জানান , বেতন বৃদ্ধি করা হবে এবং অবসরকালীন সুযোগ-সুবিধা দেওয়া হবে । বিষয়টি কার্যকর করার জন্য আর্থিক অনুমোদনের অপেক্ষা করা হচ্ছে । অবশ্য অবসরকালীন বয়স 65 বছর করা হবে কি না সেই বিষয়ে স্পষ্ট কিছু জানাননি তিনি ।