কলকাতা, 5 নভেম্বর: 48 ঘণ্টার মধ্যে ব্যবস্থা না-নিলে কেন্দ্রীয় সরকারকে চিঠি লিখে এরাজ্যে সেন্ট্রাল টিম পাঠানোর আবেদন জানাবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) । কেন্দ্রীয় টিম এলে রাতারাতি পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে ? এরই পালটা প্রশ্ন শুভেন্দু অধিকারীকে ছুড়ে দিলেন রাজ্যের মন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস নেতা ফিরহাদ হাকিম (Firhad Hakim) ।
এদিন ফিরহাদ বলেন, "ডেঙ্গি (Dengue) শুধুমাত্র পশ্চিমবঙ্গে বা শহর কলকাতায় হচ্ছে না । ডেঙ্গি উত্তরপ্রদেশ থেকে শুরু করে দক্ষিণ ভারতের একাধিক রাজ্যে দেখা দিয়েছে । সেসব রাজ্যেও সেন্ট্রাল টিম পাঠানো হোক । শহর কলকাতায় ডেঙ্গির সংক্রমণ নতুন কোনও ঘটনা নয় । কলকাতা কর্পোরেশন রাস্তায় নেমে ডেঙ্গি প্রতিরোধে সমস্ত ব্যবস্থা নিয়েছে ।" এরপরেই শুভেন্দুকে পালটা প্রশ্ন ছুঁড়ে ফিরহাদ বলেন, "সেন্ট্রাল টিম এই রাজ্যে বা শহরে এসে রাতারাতি তারা ডেঙ্গি নিয়ন্ত্রণ করতে পারবেন কি ?" সঙ্গে তিনি এও জানান, মানুষ যতক্ষণ না-এগিয়ে আসবেন ততক্ষণ কিছু হবে না ৷ ডেঙ্গি নিয়ে স্বয়ং নরেন্দ্র মোদি এলেও কিছু করতে পারবেন না ৷
আরও পড়ুন:ডেঙ্গি নিয়ে তৃণমূলকে তোপ শুভেন্দুর