পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

মৃত সাফাইকর্মীদের পরিবারকে 5 লাখ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা - manhole

মৃত সাফাইকর্মীদের 5 লাখ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করছেন ফিরহাদ হাকিম ৷ তদন্ত কমিটিও গ্রহণ করা হয়েছে ৷

ফিরহাদ হাকিম
ফিরহাদ হাকিম

By

Published : Feb 25, 2021, 9:02 PM IST

কলকাতা , 25 ফেব্রুয়ারি : ম্যানহোলে নেমে মৃত চার শ্রমিকের পরিবারকে 5 লাখ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করলেন রাজ্যের পৌর ও নগরোন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম ৷ তিনি জানান, " পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে ৷ সাফাই কাজের সময় কর্মীরা সেফটি ব্যবস্থা ব্যবহার করেছিল কি না তা খতিয়ে দেখা হবে " ৷

আজ বেলা সাড়ে 12 টা নাগাদ একটি ম্যানহোলের ভিতরে নিকাশির কাজ করতে নামে ওই চারজন সাফাইকর্মী ৷ কাজ চলাকালীন আচমকাই সাফাইকর্মীদের কোনও সাড়াশব্দ না পেয়ে সন্দেহ হয় স্থানীয়দের ৷ পরে তারা ডাকাডাকি করলেও সাড়া না মেলায় পুলিশে খবর দেয় ৷ পুলিশ এসে পরিস্থিতি বেগতিক বুঝে খবর দেয় কলকাতা পুলিশের বিপর্যয় মোকাবিলা দপ্তরে ৷ কাদা-পাঁক মাখা সাফাইকর্মীদের দীর্ঘক্ষণ চেষ্টার পর উদ্ধার করে তারা ৷ তারপর চারজনকেই উদ্ধার করে বাঘাযতীন হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ হাসপাতালেই মহম্মদ আলামগির ও জাহাঙ্গির আলমের মৃত্যু হয় ৷ পরে লিয়াকত আলি ও সাবির হুসেনের অবস্থার অবনতি হওয়ায় এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ পরে তাদের মৃত্যু হয় ৷

মৃত সাফাইকর্মীদের 5 লাখ টাকা ক্ষতিপূরণ ঘোষণা ফিরহাদ হাকিমের

আরও পড়ুন : কুঁদঘাটে ম্যানহোলে তলিয়ে মৃত্যু 4 সাফাইকর্মীর

রাজ্যের পৌর ও নগর উন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম জানান, " যাঁরা মারা গিয়েছেন, তাঁরা চুক্তিভিত্তিক শ্রমিক ছিলেন ৷ মৃত্যুর কারণ খতিয়ে দেখার জন্য একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে ৷ এই তদন্ত কমিটিতে রয়েছেন ডিজি, ডিজি ড্রেনেজ, ডেপুটি সিএমএইচও, কেইআইআইপি-র আধিকারিকেরা ৷ "

ABOUT THE AUTHOR

...view details