পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কারখানা খোলার আগে দেখতে হবে অগ্নিনির্বাপক ব্যবস্থা, নির্দেশ দমকল মন্ত্রীর - Lockdown

বিশাখাপটনমের পলিমার কারখানায় গ্যাস দুর্ঘটনার পর থেকেই সতর্ক রাজ্য সরকার । এরাজ‍্যের কোনও কারখানায় যাতে ওরকম দুর্ঘটনা না ঘটে তার জন্য তৎপর রাজ্যের দমকল দপ্তর ।

কারখানা খোলার আগে দেখতে হবে অগ্নিনির্বাপক ব্যবস্থা, নির্দেশ দমকল মন্ত্রীর
কারখানা খোলার আগে দেখতে হবে অগ্নিনির্বাপক ব্যবস্থা, নির্দেশ দমকল মন্ত্রীর

By

Published : May 11, 2020, 8:56 PM IST

কলকাতা, 11 মে: বিশাখাপটনমের গ্যাস দুর্ঘটনা থেকে শিক্ষা নিয়ে রাজ্যের কারখানাগুলোর জন্য কড়া নির্দেশিকা পাঠালো দমকল দপ্তর । লকডাউনে দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে কারখানাগুলি । অগ্নিনির্বাপক ব্যবস্থা ঠিকঠাক রয়েছে কি না তা দেখার পরই কারখানা খোলার কথা বলেছেন দমকল মন্ত্রী সুজিত বসু ।

বিশাখাপটনমের পলিমার কারখানায় গ্যাস দুর্ঘটনার পর থেকেই সতর্ক রাজ্য সরকার । এরাজ‍্যের কোনও কারখানায় যাতে ওরকম দুর্ঘটনা না ঘটে তার জন্য তৎপর রাজ্যের দমকল দপ্তর । অগ্নিনির্বাপক ব্যবস্থা দেখে নিয়ে যেন কারখানা খোলা হয় তা কর্তৃপক্ষকে আগেই জানিয়ে দেওয়া হয়েছে । এ প্রসঙ্গে আজ রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু বলেন, "যে কারখানাগুলি দীর্ঘদিন ধরে বন্ধ রয়ে রয়েছে সেগুলো খোলার আগে অগ্নিনির্বাপক ব্যবস্থা খতিয়ে দেখে নিতে হবে । আমরা চাই না কোনও ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যাক । কিন্তু কোনও ইন্ডাস্ট্রির জন্য মানুষের ক্ষতি যেন না হয় সেটাও দেখা দরকার ।"

তৃতীয় পর্যায়ের লকডাউনের শেষের দিকে দোকানপাট থেকে বিভিন্ন ক্ষেত্রে কিছুটা ছাড় মিলেছে । শীঘ্রই লকডাউন শিথিল হয়ে শিল্প সংস্থা ও কলকারখানাগুলি খুলতে পারে বলে মনে করছে ওয়াকিবহাল মহল । যদিও কেন্দ্রের নির্দেশিকা মেনে ইতিমধ্যেই খুলেছে বেশ অনেকগুলি পাট কারখানা ।

ABOUT THE AUTHOR

...view details