পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

রবীন্দ্রসদন মেট্রোর আপ লাইনে আগুনের ফুলকি, ব্যাহত পরিষেবা

আগুনের ফুলকি রবীন্দ্রসদন স্টেশনের আপ লাইনে । তড়িঘড়ি যাত্রীদের নামিয়ে দেওয়া হয় । আগুনের কারণ খতিয়ে দেখছে মেট্রো রেলের টেকনিক্যাল টিম ।

ফাইল ফোটো

By

Published : Oct 28, 2019, 1:38 PM IST

Updated : Oct 28, 2019, 4:53 PM IST

কলকাতা, 28 অক্টোবর : ফের বিপত্তি মেট্রোয় । আগুনের ফুলকি দেখা গেল রবীন্দ্রসদন স্টেশনের আপ লাইনে । সঙ্গে সঙ্গে থামিয়ে দেওয়া হয় মেট্রো । আগুনের কারণ খতিয়ে দেখা হচ্ছে ।

আজ বেলা 12 টা 45 মিনিট নাগাদ রবীন্দ্রসদন স্টেশনের আপ লাইনে আগুনের ফুলকি দেখা যায় । সঙ্গে সঙ্গে থামিয়ে দেওয়া হয় ট্রেন । আপ লাইন থেকে ধোঁয়াও বের হতে থাকে । তড়িঘড়ি আপ ও ডাউন লাইনের ট্রেন চলাচল বন্ধ রেখে যাত্রীদের নামিয়ে দেওয়া হয় । কেন এই আগুনের ফুলকি তা জানা যায়নি । খতিয়ে দেখছে মেট্রো রেলের প্রযুক্তি বিশেষজ্ঞদের দল ।

দেখুন ভিডিয়ো

এই মুহূর্তে টালিগঞ্জের মহানায়ক উত্তম কুমার স্টেশন থেকে কবি সুভাষ পর্যন্ত ট্রেন চলাচল করছে । অন্যদিকে সেন্ট্রাল থেকে নোয়াপাড়া পর্যন্ত দেওয়া হচ্ছে পরিষেবা । কলকাতা মেট্রো রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক ইন্দ্রাণী বন্দ্যোপাধ্যায় বলেন, " কলকাতা মেট্রোরেলের জেনেরাল ম্যানেজার একটি দল গঠন করে বিষয়টির পূর্ণাঙ্গ তদন্ত করার নির্দেশ দিয়েছেন ।"

প্রায় দু'ঘণ্টা মেট্রো পরিষেবা বন্ধ থাকে । 2:36 নাগাদ ট্রেন চলাচল স্বাভাবিক হয় ।

Last Updated : Oct 28, 2019, 4:53 PM IST

ABOUT THE AUTHOR

...view details