কলকাতা, 14 জুলাই : 2008 সাল থেকে শিক্ষা নিয়ে নন্দরাম মার্কেটে তৈরি হয়েছিল এক লাখ লিটারের জলের ট্যাঙ্ক । তার সঙ্গে তৈরি করা হয়েছিল ভূগর্ভস্থ রিজা়র্ভার । এছাড়াও, ছিল নন্দরাম মার্কেট ডিজ়াস্টার ম্যানেজমেন্ট ওয়েলফেয়ার কমিটি । আগুন নেভাতে প্রথমে তৎপর হয় এই কমিটি । এর অনেক পরে ঘটনাস্থানে যায় দমকলবাহিনী । নন্দরাম মার্কেটে আগুন লাগার প্রসঙ্গে আজ এই তথ্যই জানালেন সেখানের ব্যবসায়ীরা ।
2008 সালের বিভীষিকার কথা ফের একবার মনে করিয়ে দিল গতকালের নন্দরাম মার্কেটের আগুন । 10 বছর আগে নন্দরাম মার্কেট আগুন লেগে পুড়ে গেছিল প্রায় 4 হাজার দোকান । প্রায় 100 ঘণ্টা ধরে জ্বলে ছিল এই মার্কেট । গতকাল আগুন ব্যবসায়ীদের মনে করিয়ে দেয় 2008-র সেই অগ্নিকাণ্ডের আতঙ্ক । ব্যবসায়ীরা জানিয়েছেন, সেইসময় এই মার্কেটে কোনও ফায়ার ফাইটিং সিস্টেম ছিল না । তাই অসহায়ভাবেই নিজেদের দোকান পুড়তে দেখেছিলেন তাঁরা । বর্তমানে নন্দরাম মার্কেটের ছবিটা অনেকটাই পালটে গেছে । এখন মার্কেটে রয়েছে যথাযথ অগ্নিনির্বাপণ ব্যবস্থা । ব্যবসায়ীরা জানিয়েছেন, গতকাল আগুন লাগার পরই মার্কেটে অগ্নিনির্বাপণ ব্যবস্থা সাহায্যে আগুন নিয়ন্ত্রণে এনেছেন ব্যবসায়ীরা । ফায়ার ফাইটিং ব্যবস্থা না থাকলে 2008-এর মতোই আগুনে পুড়ে যেত সমস্ত নন্দরাম মার্কেট ।
2008-এর অগ্নিকাণ্ডের পর প্রায় 23 দিন বন্ধ ছিল এই বাজারটি । এরপর তাদের আন্দোলনে সাড়া দিয়ে মুখ্যমন্ত্রী উদ্যোগী হয়ে এই বাজারটি চালু করেন । কিন্তু, 2008-এর আগুন নন্দরাম মার্কেটের ব্যবসায়ীদের অনেক কিছু শিখিয়ে দিয়ে গেছে । সম্পূর্ণ মার্কেটে অগ্নিনির্বাপণ ব্যবস্থা করেছেন ব্যবসায়ীরা । মার্কেটের ছাদের উপর তৈরি করা হয়েছিল এক লাখ লিটারের জলের ট্যাঙ্ক। তৈরি করা হয়েছিল ভূগর্ভস্থ রিজা়র্ভার । সেই সঙ্গে ব্যবসায়ীরা নিজেদের উদ্যোগেই তৈরি করেছিলেন নন্দরাম মার্কেট ডিজ়াস্টার ম্যানেজমেন্ট ওয়েলফেয়ার কমিটি । এখানে শুধু মার্কেটের ব্যবসায়ীরা যুক্ত তাই নয়, নিজেদের উদ্যোগে একটি ডিজাস্টার টিম গঠন করেছিলেন তাঁরা । যারা নিয়মিত আগুন নেভাবার ড্রিল করে । গতকাল আগুন লাগার পরই ড্রিল গ্রুপের আগুন নেভাতে তৎপর হয় । এর অনেকক্ষণ পর দমকল আসে । দমকলের ভূমিকা নিয়েও অনেক ব্যবসায়ী অসন্তুষ্ট । তাঁদের অভিযোগ, "দমকল ঘটনাস্থলে পৌঁছালেও সঠিকভাবে আগুন নিয়ন্ত্রণে আনতে পারছিল না । দমকল মন্ত্রী উপস্থিত হতে দমকল কর্মীরা বেশি উদ্যোগী হয়ে আগুন নেভায় । ব্যবসায়ীরা জানিয়েছেন আগুন লাগার সঙ্গে সঙ্গেই আমাদের নিজেদের ডিজ়াস্টার ম্যানেজমেন্ট গ্রুপের ছেলেরা ঝাপিয়ে পড়ে আগুন নেভাতে । আমরা নিজেদের উদ্যোগে আগুন অনেকটাই নিয়ন্ত্রণে আনতে পেরেছি।"