কলকাতা, 1 জানুয়ারি :বছর শুরুর দিনেই ভয়াবহ অগ্নিকাণ্ড ৷ দমদম বিমানবন্দর সংলগ্ন কৈখালিতে একটি রংয়ের গুদামে আগুন লাগে (Kaikhali Godown Fire) ৷ ঘটনাস্থলে 18টি ইঞ্জিনের সাহায্যে আগুন আয়ত্তে আনার চেষ্টা করছেন দমকল কর্মীরা ৷ তবে সেই কাজে রীতিমতো বেগ পেতে হচ্ছে তাঁদের ৷ কারণ, সময় যত এগিয়েছে, ততই বেড়েছে আগুনের লেলিহান শিখার দৈর্ঘ্য ৷ রংয়ের কারখানার আগুন নিয়ন্ত্রণে এলেও তার আগেই তা ছড়িয়ে পরে পাশের একটি গেঞ্জি কারখানায় ৷ যা এখনও পর্যন্ত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি বলে জানিয়েছেন দমকল মন্ত্রী সুজিত বসু ৷
মৃত ব্যক্তির নাম কানায় সাঁতরা। বয়স ৫২ বছর। তিনি ওই কারখানার নিরাপত্তারক্ষীর কাজ করতেন। সকালে আগুন লাগার পর থেকেই স্থানীয় বাসিন্দারা বলছিলেন, যে একজন ব্যক্তি গুদামে আটকে পড়েছিলেন। স্থানীয় বাসিন্দারা আরও জানান যে তাঁরা বাঁচাও-বাঁচাও আওয়াজ শুনেছিলেন। কিন্তু দমকল দফতরের প্রথম কোনও মৃত্যুর ঘটনার কথা না-জানানো হলেও বিকেল পাঁচটা নাগাদ এক ব্যক্তির দেহ উদ্ধার করেন দমকল কর্মীরা। তাঁর দেহ পুরো ঝলসে গিয়েছে। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।