কলকাতা, 21 জুন : ফের শহরে অগ্নিকাণ্ড ৷ এবার ঘটনাস্থল বড়বাজারের নন্দরাম মার্কেটের বিপরীতে ৷ ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের দশটি ইঞ্জিন ৷ খবর পেয়েই ঘটনাস্থলে আসেন কলকাতা পুলিশের ডিসি (সেন্ট্রাল) রূপেশ কুমার । আসেন ফিরহাদ হাকিমও ।
সোমবার সন্ধ্যায় বড়বাজারের নন্দরাম মার্কেটের উল্টো দিকের কেমিক্যাল গলিতে একটি গুদাম ঘরে আগুন লাগে । খবর পেয়েই তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের পাঁচটি ইঞ্জিন ৷ পরে যায় আরও পাঁচটি ইঞ্জিন ৷ হাইড্রলিক ল্যাডারের মাধ্যমে আগুন নেভানোর কাজ চলছে ৷ ঘটনাস্থলে এসেছেন কলকাতা পুলিশের ডিসি (সেন্ট্রাল) রূপেশ কুমার এবং ফিরহাদ হাকিম ।