কলকাতা, 14 এপ্রিল : আগুনে পুড়ে গেল 15 টি দোকান। দুর্ঘটনাটি কলকাতার লর্ডসের মোড় এলাকার। দমকলের 10 টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন লাগার কারণ জানা যায়নি। এই ঘটনায় আহত হয়েছেন ধনঞ্জয় পানি নামে এক ব্যবসায়ী। তাঁকে SSKM হাসপাতালে ভরতি করা হয়েছে।
লর্ডসের মোড়ে আগুন, পুড়ল 15 দোকান - আগুন
লর্ডসের মোড়ে আগুনে ছাই হয়ে গেল 15 টি দোকান। ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন দমকলকর্মীরা।
ঘটনাস্থানের ছবি
আজ ভোর 4টে নাগাদ আগুন লাগে দোকানগুলিতে। খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় দমকলের 10টি ইঞ্জিন। ঘটনাস্থানে আসে পুলিশও। প্রায় ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
স্থানীয় ব্যবসায়ীরা জানান, দাহ্য পদার্থ মজুত থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে। কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে বলে তাঁদের দাবি। পয়লা বৈশাখের আগে আগুনে মাথায় হাত পড়েছে ব্যবসায়ীদের।
Last Updated : Apr 14, 2019, 8:39 AM IST