পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

খিদিরপুর বস্তিতে আগুন, পুড়ল 15টি ঝুপড়ি - Fire in slum

খিদিরপুরের বাবুবাজারে বস্তিতে আগুন লেগে পুড়ল 15টি ঝুপড়ি ৷ ঘটনাস্থানে আসে দমকলের 10টি ইঞ্জিন ৷ প্রাথমিকভাবে অনুমান, শর্ট সার্কিট থেকেই আগুন লাগে বস্তিতে ৷

বস্তিতে আগুন

By

Published : Aug 8, 2019, 2:29 PM IST

Updated : Aug 8, 2019, 5:45 PM IST

খিদিরপুর, 8 অগাস্ট : খিদিরপুরের বাবুবাজারে বস্তিতে আগুন লেগে পুড়ল 15টি ঝুপড়ি ৷ ঘটনাস্থানে আসে দমকলের 10টি ইঞ্জিন ৷ হতাহতের কোনও খবর নেই ৷ প্রাথমিকভাবে অনুমান, শর্ট সার্কিট থেকেই আগুন লাগে বস্তিতে ৷

দমকল সূত্রে খবর, আজ বেলা 12টা নাগাদ খিদিরপুরের কাঁটাপুকুর সংলগ্ন ওই বস্তিতে আগুন লাগে ৷ প্রাথমিকভাবে আগুন নেভানোর কাজে হাত লাগান স্থানীয়রা ৷ হুকিং করে বাবুবাজার বস্তির ঝুপড়িগুলোতে বিদ্যুতের সংযোগ নেওয়া হয় ৷ ঝুপড়ির সাপোর্ট দেওয়ার জন্য ব্যবহৃত বাঁশের খুঁটি ৷ সেই খুঁটিতেই পাওয়ার প্লাগ লাগানো ছিল ৷ বৃষ্টির জেরে ঝুপড়ির সব খুঁটিই ভিজে যায় ৷ আজ সকালে খুঁটিতে লাগানো পাওয়ার প্লাগ পয়েন্টে মোবাইল চার্জে বসাতেই শর্ট সার্কিট থেকে আগুন ধরে যায় ৷ নিমেষের মধ্যে চক্ররেলের খিদিরপুর স্টেশনের এলিভেটেড লাইনের নিচে থাকা বাবুবাজার বস্তির 15টি ঝুপড়ি পুড়ে যায় ৷ ওই বস্তিতে ঝুপড়ির সংখ্যা 300টি ৷ কিন্তু স্থানীয়দের তৎপরতায় আগুন বেশি ছড়িয়ে পড়তে পারেনি ৷

খবর পেয়েই ঘটনাস্থানে আসে দমকলের 10টি ইঞ্জিন ৷ কিন্তু বাবুবাজার সংলগ্ন ওই বস্তি এলাকা ঘিঞ্জি হওয়ার কারণে দমকলের ইঞ্জিন সেখানে প্রবেশ করতে পারেনি ৷ সেই সঙ্গে কার্ল মার্কস সরণির একদিকে জল জমে থাকায় দু'দিকের যান চলাচলের জন্য একটিমাত্র লেন ব্যবহার করা হচ্ছে ৷ ফলে যানজটে কারণেও ঘটনাস্থানে ঢুকতে পারেনি দমকলের ইঞ্জিন ৷ পরে বেলা 1টা নাগাদ দমকলের 10টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে ৷ ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখা হচ্ছে ৷
দমকলের DG জগমোহন বলেন, "বস্তি এলাকা জানতে পেরে অনেকগুলো ইঞ্জিন পাঠানো হয় ৷ দক্ষতার সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয় ৷ আরও বড় ক্ষতি হতে পারত ৷ ঘটনার তদন্ত করা হবে ৷ " আগামীকাল ঘটনাস্থান পরিদর্শন করে নমুনা সংগ্রহ করবে ফরেনসিক দল ৷

ভিডিয়োয় DG ফায়ারের বক্তব্য
Last Updated : Aug 8, 2019, 5:45 PM IST

ABOUT THE AUTHOR

...view details