পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বিমানবন্দরের পাশের কারখানায় বয়লার ফেটে আগুন, আতঙ্কে স্কুলে ছুটি - Airport

বিমানবন্দরের রানওয়ের পাঁচিলের ঠিক পাশে গঙ্গানগরে কারখানাটি। আগুনে পুড়ে গেছে কারখানার একাংশ। প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে কারখানা সূত্রে খবর। যদিও ঘটনায় হতাহতের খবর নেই।

fire

By

Published : Feb 28, 2019, 6:27 AM IST

বিধাননগর, ২৮ ফেব্রুয়ারি : বয়লার ফেটে একটি রাসায়নিক পদার্থের কারখানায় আগুন লাগল। কারখানাটি কলকাতা বিমানবন্দর সংলগ্ন এলাকায়। বিমানবন্দরের রানওয়ের পাঁচিলের ঠিক পাশে গঙ্গানগরে কারখানাটি। আগুনে পুড়ে গেছে কারখানার একাংশ। প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে কারখানা সূত্রে খবর। যদিও ঘটনায় হতাহতের খবর নেই। দমকলের পাঁচটি ইঞ্জিনের চেষ্টায় প্রায় দুই ঘণ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। কারখানা কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ এনেছে দমকল।

গতকাল দুপুর বারোটা নাগাদ বয়লার ফেটে আগুন লাগে। অভিযোগ, কারখানায় কোনও অগ্নিনির্বাপক ছিল না। কারখানায় যে ফায়ার এক্সটিংগুইশার ছিল, তার মেয়াদ ফুরিয়েছে ২০১১ সালেই। সেই মেয়াদ ফুরোনো এক্সটিংগুইশার দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন কারখানারই কিছু শ্রমিক। কিন্তু তাতে কাজ হয়নি। আগুন ক্রমশ বড় আকার নেওয়ায় পাশের একটি স্কুলে ছুটি দিয়ে দেওয়া হয়। কারখানা ছেড়ে পালিয়ে যান শ্রমিকদের একাংশ।

স্থানীয় বাসিন্দা নিতাই মুখার্জি বলেন, "বিমানবন্দরের রানওয়ের ঠিক পাশেই ঘনবসতিপূর্ণ এলাকায় কিভাবে রাসায়নিক পদার্থের কারখানা তৈরির অনুমোদন দেওয়া হল? ঘটনার পর স্থানীয় বাসিন্দারা ক্ষোভে ফেটে পড়েন। জানা গেছে, ওই কারখানায় বিটুমিন এবং অন্যান্য রাসায়নিক দ্রব্য তৈরি করা হত।

উত্তর ২৪ পরগনা জেলার ডিভিশনাল অফিসার কমল কুমার মন্ডল বলেন, "কারখানায় যে ধরনের আধুনিক অগ্নিনির্বাপণ ব্যবস্থা থাকা জরুরি ছিল, সেই ধরনের কোনও ব্যবস্থাই এই কারখানায় নেই। কারখানা কর্তৃপক্ষের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।" গতকাল খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় এয়ারপোর্ট থানার পুলিশ। তারা কারখানার মালিককে ইতিমধ্যেই তলব করেছে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

ABOUT THE AUTHOR

...view details