কাঁকুড়গাছি, 19 জানুয়ারি : কাঁকুড়গাছি মোড়ে একটি বহুতলে আগুন । ঘটনাস্থানে দমকলের পাঁচটি ইঞ্জিন । সকাল 8 টা নাগাদ বহুতলের দোতলায় ফিটনেস সামগ্রীর দোকানে আগুন লাগে । সেখান থেকে বহুতলের অন্য অংশেও ছড়িয়ে পড়ে আগুন । শর্ট সার্কিটের জেরেই এই আগুন বলে প্রাথমিক তদন্তে অনুমান ।
কাঁকুড়গাছির বহুতলে আগুন - কাঁকুড়গাছি
সকাল ৮টা নাগাদ বহুতলের দোতলায় ফিটনেস সামগ্রীর দোকানে আগুন লাগে ৷
কাঁকুড়গাছির বহুতলে আগুন
স্থানীয় সূত্রে খবর, আজ সকাল 8 টা নাগাদ স্থানীয়রা প্রথমে বহুতল থেকে ধোঁয়া বের হতে দেখে ৷ এরপর তারাই দমকলে খবর দেয় ৷ খবর পেয়ে ঘটনাস্থানে দমকলের 2 টি ইঞ্জিন আসে ৷
দমকল কর্মীরাই বহুতলের বাসিন্দাদের নিরাপদে বের করে আনে ৷ এরপর আরও 3টি ইঞ্জিন আসে ৷ প্রায় 1 ঘণ্টা 45 মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে ৷
Last Updated : Jan 19, 2020, 12:56 PM IST