পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

রাতে ডালহৌসিতে বহুতলে আগুন - কলকাতা

53 নম্বর নেতাজি সুভাষ রোডের একটি বহুতলে আগুন লাগে ৷ গতরাত আড়াইটে নাগাদ আগুন লাগে ।

fire-at-dalhousie-building-noone-injured
গভীর রাতে ডালহৌসির বহুতলে আগুন, নেই হতাহতের খবর

By

Published : Aug 30, 2020, 12:54 PM IST

কলকাতা, 30 অগাস্ট : গভীর রাতে ডালহৌসি এক বহুতলে আগুন লাগে ৷ ঘটনায় ভস্মীভূত হয়েছে কয়েকটি দোকান ও অফিস ঘর । প্রাথমিকভাবে স্থানীয়রা আগুন নেভানোর কাজে হাত লাগালেও পরে দমকলের পাঁচটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে ।

গতরাত আড়াইটে নাগাদ 53 নম্বর নেতাজি সুভাষ রোডের ওই পাঁচতলা বাড়িটিতে আগুন লাগে ৷ স্থানীয়রা জানিয়েছেন, ওই বাড়িটি 70 বছরের পুরোনো ৷ বাড়িটিতে প্রায় 40টি অফিস এবং দোকানঘর রয়েছে । রাতে অবশ্য সেখানে কেউ ছিল না । ছিলেন শুধু একজন কেয়ারটেকার । স্থানীয়দের তৎপরতায় তাঁকে সময়মতো উদ্ধার করা সম্ভব হয় । স্থানীয়রাই প্রাথমিকভাবে আগুন নেভানোর কাজে হাত লাগান । বাড়িটির দরজা ভেঙে ভেতরে ঢুকে জল দিতে শুরু করেন তাঁরা । পরে খবর দেওয়া হয় দমকলে । খবর দেওয়া হয় হেয়ার স্ট্রিট থানার পুলিশকে ।

এরপরই ঘটনাস্থানে আসে দমকলের পাঁচটি ইঞ্জিন ৷ তাদের চেষ্টায় কিছুক্ষণের মধ্যেই আগুন নিয়ন্ত্রণ আসে । কিন্তু ততক্ষণে একতলার বড় অংশ ভস্মীভূত হয়ে যায় । মিটার বক্স থেকে আগুন লাগে বলে দমকলের প্রাথমিক অনুমান ।

ABOUT THE AUTHOR

...view details